ভারত

ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

কলকাতা প্রতিনিধি

৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ১২:৩৫ অপরাহ্ন

অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবির পক্ষ থেকে কলকাতায় আয়োজিত এক বিশ্ব সম্মেলনে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে শিল্পে ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে ’ভারত-বাংলাদেশ বাণিজ্য: বাংলাদেশে বিনিয়োগ’ শীর্ষক সম্মেলনে এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরি  ভারতীয় শিল্পপতিদের উদ্দেশে বলেছেন, আপনারা বাংলাদেশে যান, দেখুন এবং বিনিযোগ করুন। তিনি মনে করেন, আঞ্চলিক সংহতি জোরদার করা জরুরি। এনআরবির কর্মকান্ডের উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে তাতে ২০৩০ সালে বিশ্বের ৩০ তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। আর এ ক্ষেত্রে অনাবাসী বাংলাদেশিদের অবদানও উল্লেখযোগ্য ভুমিকা নেবে। তিনি বলেছেন, বিশ্বের ১৫২টি দেশে প্রায় ১৩ মিলিয়ন অনাবাসী বাংলাদেশি রয়েছেন। তারা বছরে ১৫ বিলিয়র মার্কিন ডলার স্বদেশে পাঠাচ্ছেন। দেশ গঠনে এই অনাবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ  ভূমিকা রয়েছে। শেকিল চৌধুরি এদিনের ভাষনে বৈধ ভাবে অর্থ স্বদেশে পাঠানো এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য বিশ্বের নানা দেশে বাংলাদেশি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ হাইজ স্থাপনের গুরুত্বের কথা বলেছেন। এনআরবির উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, এর মাধ্যমে অনাবাসী বাংলাদেশিরা যেমন উপকৃত হবেন তেমনি সামগ্রিকভাবে দেশের সমৃদ্ধি লাভ হবে। সম্মেলন উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতিও বার্তা দিয়েচেন। এদিনের সম্মেলনে মূল ভাষণে  বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম স্বাধীনতার পর থেকে এখন অবধি শিল্পক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির নানা পরিসংখ্যান তুলে ধরে বলেছেন, বাংলাদেশে বিদেশিদের বিশেষত ভারতীয়দের নানা ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগ করার জন্য বাংলাদেশে নানা সুযোগ সুবিধা সম্পন্ন তিনটি অর্থনৈতিক অঞ্চল গঠন করা হয়েছে। এদিনের সম্মেলনে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী ও শিল্পপতিরা অংশ নিয়েছিলেন। বাংলাদেশ থেকে ১৫ সদস্যের যে প্রতিনিধিদল যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন ফারুক হাসান, এ বি এম মোস্তাক হোসেন, হুমায়ুন কবির, তাহেরুল ইসলাম, অভিজিৎ ভট্টাচার্য, হুমায়ুন রশীদ, প্রীতি চক্রবর্তী, কলকাতা উপহাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (বাণিজ্যিক) সাইফুল ইসলাম প্রমুখ। বাংলাদেশের শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী এই ধরণের সম্মেলনের আয়োজন করছে অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি। দেশের ব্যবসায়ী, শিল্পপতিসহ বিশিষ্টজনেরা তাতে অংশ নিচ্ছেন। আগামী দিনেও বিশ্বের নানাদেশে এই ধরণের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এনআরবির চেয়ারম্যান সেকিল চৌধুরি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status