ভারত

আসামের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ উন্নয়নে গুরুত্বারোপ

কলকাতা প্রতিনিধি

৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ১২:৩৪ অপরাহ্ন

আসামের রাজধানী গুয়াহাটিতে বাংলাদেশের উপ-হাইকমিশন খোলার পর গত বৃহষ্পতিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান শাহ মহম্মদ তানভির মনসুর আসাম সরকারের মুখ্যসচিব আলোককুমারের সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। তবে আসামের সঙ্গে যোগাযোগ উন্নয়নের বিষয়টি এদিন আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। গুয়াহাটিতে রাজ্য সচিবালয় জনতা ভবনে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই বাংলাদেশের সহকারি হাইকমিশনার বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তার জন্য আসামবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। সহকারী হাইকমিশন সুত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়েই খোলামেলা আলোচনা  হয়েছে। তবে  যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে অনেকগুলি দিক তুলে ধরা হয়েছে। ঢাকা ও গুয়াহাটির মধ্যে বিমান চলাচল, ঢাকা-শিলং বাস সার্ভিসকে গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করা এবং নদীপথে যোগাযোগ চালু করা নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য যোগাযোগ আরও বৃদ্ধির উপরও বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে। আসামে বাংলাদেশি পর্যটকদের যাতায়ত নিয়েও কথা হযেছে বলে জানা গেছে। আসাম সরকারও এসব বিষয়ে সমান আগ্রহ দেখিয়েছে।এদিনের বৈঠকে গুয়াহাটির বাংলাদেশ সহকারি মিশনের আধিকারিক ওয়াহিদুজ্জামান মামুনও উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status