ভারত

স্বামীদের হেনস্থা ঠেকাতে কমিশন চাইলেন বিজেপির দুই এমপি

কলকাতা প্রতিনিধি

২ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৩:২৩ পূর্বাহ্ন

আইনের অপব্যবহার করে স্ত্রীরা স্বামীদের হেনস্থা করছেন অভিযোগ তুলে মহিলা কমিশনের মতো পুরষদের জন্য কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিজেপির দুই এমপি। ইতিমধ্যেই সংসদে তারা এই দাবি তুলেছেন। সংসদের একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও এই দাবি জানানো হয়েছে। উত্তর প্রদেশ থেকে নির্বাচিত এমপি হরিনারায়ন রাজভর এবং আনসুল ভার্মা জানিয়েছেন, তারা আগামী ২৩ সেপ্টেম্বর এই দাবিতে একটি সভা করবেন। সেই সভায় পুরুষ আয়োগ তৈরির দাবিতে জনমত তৈরির উদ্যোগ নেওয়া হবে।  রাজভর সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, স্ত্রীদের হাতে পুরুষরা যে লাঞ্ছিত হচ্ছেন তার অনেক নজির রয়েছে। আদালতেও এই ব্যাপারে অনেক মামলা রয়েছে। তিনি বলেছেন, ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২৭ লক্ষ পুরুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেছেন, মহিলাদের জন্য একটি ফোরাম রয়েছে ন্যায্য অধিকার পাওয়ার জন্য। কিন্তু পুরুষদের উদ্বেগের ব্যাপারে কেউই কর্ণপাত করে না। তিনি আরও  বলেছেন, ভারতীয় পেনাল কোডের ৪৯৮এ ধারা সংশোধন দরকার। এই ধারায় শুধু মহিলাদের হেনস্থার কথাই বলা হয়েছে। এই সুযোগে এই ধারার ব্যাপক অপপ্রয়োগ হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি এও বলেছেন, সব পুরুষ বা সব মহিলাই যে অন্যায় করছেন তা নয়। অনেক সময়ই অত্যাচার ও নির্যাতনের মতো ঘটনা মহিলাদের ক্ষেত্রে যেমন হচ্ছে তেমনি পুরুষদের ক্ষেত্রেও হচ্ছে। তবে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন, যে কেউ দাবি জানাতেই পারে। কিন্তু পুরুষদের জন্য এমন কমিশন গঠনের কোনও প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে হয় না। তবে দুই বিজেপি এমপি দাবি করেছেন, উল্লেখ্য, ভারতের মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী কিছুদিন আগে বলেছেন, মিথ্যা আভিযোগে স্বামীদের ফাঁসানোর অনেক অনেক অভিযোগ তিনি পাচ্ছেন। তাই তিনি জাতীয় মহিলা কমিশনের কাছে পুরুষদের হেনস্থার বিষয়টি দেখার জন্য ব্যবস্থা করতে বলেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status