রকমারি

দিনে টিভি উপস্থাপক, রাতে ডাকাত

অনলাইন ডেস্ক

৩১ আগস্ট ২০১৮, শুক্রবার, ৭:৫০ পূর্বাহ্ন

দিনের বেলায় হাতে টিভি চ্যানেলের বুম, এখজন উপস্থাপক। আর রাতে সেই বুমই বদলে যেত আগ্নেয়া¯ে, উপস্থাপক হয়ে ওঠেন একজন দূধর্ষ ডাকাত। এ যন রীতিমত ' ড. জেকিল এন্ড মি. হাইডের'  গল্পের মতো। রাতে ভদ্র এবং গুণী উপস্থাপক ড. জেকিল আর রাতে ডাকাতরুপি মি. হাইড। তবে মি. হাইডের মতো শেষ রক্ষা হয়নি তার। বেলজিয়ামের পুলিশের জালে ধরা পড়েছেন বেলজিয়াম-ফ্রান্সের জনপ্রিয় টিভি চ্যানেল ‘আরটিএল টিভিআই’ এর পরিচিত মুখ স্টিফেন পাওয়েলস। গ্রেফতারের পরই ওই টিভি চ্যানেল তাকে বরখাস্ত করেছে।

ব্রাসেলস সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা যায়, কয়েক মাস আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও শহরতলির বিভিন্ন এলাকায় চোর-ডাকাত-মাদক পাচারকারী-সহ দুষ্কৃতীদের ধরতে অভিযান শুরু করলে গ্রেফতার হয় কুখ্যাত অনেক দুষ্কৃতী। ব্রাসেলস পুলিশ জানায়, সেই সূত্রেই তদন্তে উঠে আসে টিভি উপস্থাপক পাওয়েলসের নাম। গত ২৮শে আগস্ট ব্রাসেলস শহরে দক্ষিণে ল্যাসনে এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সরকারী আইনজীবীর মুখপাত্র ওয়েঙ্কে রজেন বলেন, তদন্তে নেমে পাওয়েলসের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতিতে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলে। গোয়েন্দারা জানতে পারেন, একটি ডাকাত দলের সক্রিয় সদস্য হিসাবে কাজ করতেন পাওয়েল। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। তবে বুধবার আদালতে তোলা হলে  বিচারক তার শর্তাধীন জামিন মঞ্জুর করেন।

৫০ বছর বয়সী পাওয়েলস বেলজিয়াম ছাড়া ফ্রান্সেও নানা সময়ে ফুটবল ম্যাচ এবং এই সংক্রান্ত একাধিক অনুষ্ঠানে ঘোষক বা উপস্থাপক হিসাবে কাজ করেছেন। তাই ফ্রান্সেও তিনি জনপ্রিয় মুখ। তাছাড়া  বেলজিয়ামের সর্বোচ্চ টিআরপি অর্জন করা ‘লাইফ ইজ ফুল অব আনএক্সপেক্টেড টার্নস’ নামে একটি টিভি শোতেও উপস্থাপনা করতেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status