অনলাইন

শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৪:১৯ পূর্বাহ্ন

২০০৯, ২০১০ ও ২০১১ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) টিপু সুলতান ফারাজিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মো. এহিয়া মন্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে টিপু সুলতান ফরায়েজীসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে আইএসটিসিএল এর ৩ কোটি ৭ লাখ ৫৮ হাজার  টাকা আত্মসাত করে  প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি করেন।

এর আগে ঢাকার রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন আসামিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা(যার নম্বর ৪৪) দায়ের করেন।   অন্য আসামিরা হলেন মোঃ সামছুল আলম আকন্দ, সহকারী ব্যবস্থাপক , আইসিবি; ধনঞ্জয় কুমার মজুমদার , সিনিয়র প্রিন্সিপাল অফিসার,আইসিবি, মোঃ শরিকুল আনাম ,সহকারী মহাব্যবস্থাপক , আইসিবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status