ভারত

বোমা মিজানকে তুলে দিতে ভারতকে বাংলাদেশের অনুরোধ

কলকাতা প্রতিনিধি

৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৩:১১ পূর্বাহ্ন

বাংলাদেশের রুকআউট ঘোষিত আসামী জাহিদুল ইসলাম সুমন ওরফে কওসর ওরফে বোমা মিজানকে বাংলাদেশের হাতে তুলে দেবার জন্য অনুরোধপত্র পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এমনটাই বিভিন্ন সুত্রে জানা গেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই অনুরোধ জানানো হয়েছে। জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের মজলিশে শুরার সদস্য কওসর ওরফে বোমা মিজান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ১৮টি বিস্ফোরণ ও নাশকতার ঘটনায়ও অভিযুক্ত সে। ২০১৪ সালের ২৩ই ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে থেকে ময়মনসিংহের আদালতে নেওয়ার পথে ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। জেএমবি সে সময় বোমা মিজানসহ তিন শীর্ষস্থানীয় জঙ্গিকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় আতিকুল ইসলাম নামে পুলিশের একজন কনস্টেবল নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিনতাই হয়ে যাওয়া তিন জঙ্গিনেতাকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে। ছিনিয়ে নেয়া ওই জঙ্গিদের মধ্যে পুরোনো জেএমবির প্রধান সালেহীন ওরফে সানি (৩৮) এবং রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। অন্যজন জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান (৩৫)। তার পর থেকেই বাংলাদেশ পুলিশ খুঁজছে বোমা মিজানকে। এমনকি নোটিশও জারি করা হয়। ভারতীয় গোয়েন্দাদের মতে, কওসর ভারতে পালিয়ে এসে এখানে জেএমবির মডিউল তৈরির কাজে যুক্ত হয়েছিল। বুদ্ধগয়া এবং খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে প্রধান অভিযুক্ত কওসর আলি ওরফে বোমা মিজান। গত ৬ই আগস্ট বেঙ্গালুরু থেকে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ বোমা মিজানকে গ্রেপ্তার করে। বর্তমানে সে এনআইএয়ের হেফাজতে রয়েছে। সুত্রের খবর, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের কাছে কওসরকে পাবার জন্য অনুরেেরাধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির খবর স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে এনআইএয়ের কাছেও পৌঁছেছে। তবে সরকারিভাবে এ ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায় নি। সূত্র মতে,  ভারতীয় গোয়েন্দারা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের গোয়েন্দাদের জানিয়েছেন যে, কওসরের সঙ্গে কথা বলতে যে কোনও সময় বাংলাদেশের গোয়েন্দারা ভারতে আসতে পারেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status