ভারত

ভারতে ভোটিং মেশিনে কারচুপির অভিযোগ

কলকাতা প্রতিনিধি

২৭ আগস্ট ২০১৮, সোমবার, ৭:৫৭ পূর্বাহ্ন

 ইভিএম তথা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে কারচুপি সম্ভব অভিযোগ তুলে ভারতের বিরোধী রাজনৈতিকদলগুলো ফের ব্যালট পেপারে ভোটের দাবিতে সোচ্চার হতে শুরু করেছেন। আর ঠিক এই সময়েই নির্বাচন কমিশনের ডাকা এক সর্বদলীয় বৈঠকে সব বিরোধী দল একযোগে নির্বাচন কমিশনের কাছে ইভিএমের মাধ্যমে কারচুপি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। সোমবার এই সর্বদলীয় বৈঠকে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে ওঠা ইভিএম নিয়ে অভিযোগ এদিন বড় আকার নিয়েছিল। ইভিএম মেশিনে কারচুপির জন্যই বিজেপির পক্ষে ভোট পড়ছে বলে অভিযোগ করা হয়েছে। তাই এই ইভিএম মেশিন কোথায় মেরামত করা হয় তার নাম, ঠিকানা জানাবার দাবি তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিনের বৈঠকে শাসকদল বিজেপি ছাড়া উপস্থিত ছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সিপিআই, সিপিএম সহ ৫১টি আঞ্চলিক রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন কিছু নির্বাচনী সংস্কার নিয়ে রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছতেই বৈঠক ডাকা হয়েছিল। গতবছর উত্তরপ্রদেশে বিজেপির জয়লাভ নিয়ে ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ তুলেছিল বহুজন সমাজবাদি পার্টি এবং আম আদমি পার্টি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বলা হয়, পারলে কেউ ইভিএম মেশিন হ্যাক করে দেখান। এদিনও বৈঠক করে বেরিয়ে কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক বলেন, ইভিএম দিয়ে মানুষের যথার্থ রায় প্রতিফলিত হচ্ছে না। একাধিকবার ইভিএমে কারচুপি করা হয়েছে। যার জন্য একটি দলের পক্ষে বারবার রায় যাচ্ছে। আমরা জানতে চাই ইভিএম কারা মেরামত করে এবং কত পুরনো ইভিএম ব্যবহার করা হচ্ছে। আমরা ভিভিপ্যাট ও ইভিএম পরীক্ষা করতে চাই। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, আমাদের ইভিএমের ওপর কোনও বিশ্বাস নেই। তাই নির্বাচনে ব্যালট পেপার ফিরিয়ে আনা হোক। বাকি বিরোধী রাজনৈতিক দলগুলিরও একই বক্তব্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status