খেলা

রেকর্ড দামে চেলসি বিক্রি!

স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৪৮ পূর্বাহ্ন

রাশিয়ার সঙ্গে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত মে মাসে চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচকে নতুন ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাজ্য সরকার। আর বৃটিশ মিডিয়ার খবর, ঘটনার জেরে আব্রামোভিচ চেলসি ক্লাব বিক্রি করে দিচ্ছেন। ইংলিশ সংবাদমাধ্যম ‘সানডে টাইমস’র দাবি ২ বিলিয়ন পাউন্ডে চেলসির মালিকানা ছেড়ে দেয়ার চিন্তাভাবনা করছেন আব্রামোভিচ। কিন্তু চেলসি ক্লাব কর্তৃপক্ষ এমন সম্ভাবনার খবর অস্বীকার করেছে। সবচেয়ে বেশি দামে ক্লাব বেচাকেনার রেকর্ডটি ম্যানচেস্টার ইউনাইটেডের। ৭৯০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানইউ কিনে নেয় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ম্যালকম আরভিং গ্লেজার। চেলসির মালিকানা নেয়ার দৌড়ে রয়েছেন বৃটেনের সবচেয়ে ধনী ব্যক্তি স্যার জিম র‌্যাটক্লিফ ও যুক্তরাষ্ট্রের অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সিলভার লেক পার্টনারস। চেলসিকে পেতে গত জুনে ২ বিলিয়ন পাউন্ড প্রস্তাব করেও প্রত্যাখ্যাত হন র‌্যাটক্লিফ। টায়ার-১ ইনভেস্টর ভিসার মেয়াদ না বাড়লেও যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন আব্রামোভিচ। গত মে মাসেই ইসরাইলের নাগরিকত্ব গ্রহণ করার সুবাদে ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবেন তিনি। কিন্তু কোনো ব্যবসায়িক কাজ করার অনুমতি পাবেন না। তবে চেলসিকে নিয়ে কার্যক্রম বাধাগ্রস্ত হবে কি না তা পরিষ্কার নয়। ২০০৩ সালে ১৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসির মালিকানা কিনে নেন রাশিয়ান ধনকুবের আব্রাহিমোভিচ। এরপর পাঁচটি প্রিমিয়ার লীগ, পাঁচটি এফএ কাপ ও ২০১২ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতে ব্লুরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status