খেলা

লা লিগার খেলা দেখা যাবে সনি চ্যানেলে

স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

অবশেষে টেলিভিশনে ফিরে আসছে স্প্যানিশ লা লিগা। আসরের বাছাই করা ১০০টি ম্যাচ দেখাবে সনি টেন নেটওয়ার্ক। আনুষ্ঠানিকভাবে সনির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এবারের স্প্যানিশ লা লিগার বাংলাদেশসহ উপমহাদেশের ৮টি দেশের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে সামাজিক নেটওয়ার্ক ফেসবুক। এ কারণে লা লিগার খেলা দেখা যাচ্ছিল কেবল ফেসবুক লাইভে। সনি পিকচার্স নেটওয়ার্ক আগের টানা চার বছর স্প্যানিশ লা লিগার খেলা দেখিয়েছে। কিন্তু এ বছর সমপ্রচার স্বত্ব কেনার দৌড়ে তারা ফেসবুকের কাছে হেরে যায়। ফেসবুক এরই মধ্যে প্রথম রাউন্ডের ম্যাচগুলো লাইভ করেছে। কিন্তু এ নিয়ে দর্শকদের বড় অংশের মধ্যে ছিল হতাশা। পরে খবর এসেছিল ফেসবুক সাবলাইসেন্সিংয়ের ভিত্তিতে সনিকেও খেলা দেখানোর সুযোগ করে দিচ্ছে। সেই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো গতকাল। তবে সব কটি খেলা নয়, সনি দেখাবে লা লিগার ১০০টি ম্যাচ। কোন কোন ম্যাচ দেখাবে, তার পূর্ণ সূচি সনি এখনো ঘোষণা করেনি। তবে, সনির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, এল ক্লাসিকোসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখানো হবে। গতকাল দ্বিতীয় রাউন্ডে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ দুটির সূচি প্রকাশ করে সনি কর্তৃপক্ষ। তবে, দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনার খেলাটি তাদের প্রকাশিত সূচিতে ছিল না। সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার স্পোর্টস বিভাগের প্রধান রাজেশ কাউল বলেন, ‘আমরা চার বছর ধরে নিষ্ঠার সঙ্গে লা লিগা দেখিয়ে এসেছি। বিশ্বের সেরা লীগগুলোর একটির সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকছে ভেবে আমরা রোমাঞ্চিত। ভারতে এখনো টিভি সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি। টিভির মাধ্যমেই ভারতীয় দর্শকরা লা লিগা দেখতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status