বাংলারজমিন

খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:৩৯ পূর্বাহ্ন

ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ গতকাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত শনিবার খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে হতাহতের প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম এই অবরোধ আহ্বান করে।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সেনাবাহিনী টহল দিচ্ছে। বিজিবি সদস্যরাও আইনশৃঙ্খলার দায়িত্বে আছে। এদিকে শনিবার সন্ত্রাসীদের গুলিতে ৬ খুনসহ মোট ৭ খুনের ঘটনায় খাগড়াছড়ি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা হয়েছে। অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে এসআই গৌতম চন্দ্র সরকার এ মামলা করেন।
জেলার সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল সকালে বিশেষ আইনশৃঙ্খলা সভা আহ্বান করেছে জেলা প্রশাসন। এছাড়া ইউপিডিএফ সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক বিবৃতিতে জেলা প্রশাসনের করা তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়।
গত শনিবার শহরের অদূরে স্বনির্ভর বাজারে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সমর্থিত দুটি পাহাড়ি সংগঠনের ৩ নেতাসহ মোট ৬ জন নিহত ও আরো ৩ জন গুলিবিদ্ধ হয়। একইদিন দুপুরে পেরাছড়ায় পৃথক ঘটনায় আহত ছন কুমার চাকমাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইউপিডিএফ ঘটনার জন্য সংস্কারপন্থি বলে পরিচিত জনসংহতি সমিতিকে দায়ী করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status