বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:০১ পূর্বাহ্ন

ফেনীতে ৬
ফেনী প্রতিনিধি: ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় গরুর ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু, তিন মহিলাসহ ছয়জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত আটজন। নিহত সকলে মাইক্রোবাস যাত্রী। আহতদের ফেনী জেলা সদর হাসপতাল ও মীরসরাইয়ের বারইয়ার হাট বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম।
ফেনী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন জানায়, সোমবার মধ্যরাতে লক্ষীপুর থেকে যাত্রী বোঝাই একটি হাইস মাইক্রোবাস বিদেশ থেকে আগত ব্যক্তিকে রিসিভ করার জন্য চট্টগ্রাম বিমানবন্দর যাচ্ছিল। ভোররাত ৩টার দিকে মাইক্রোবাসটি ফেনীর মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশন অতিক্রম করার সময় টেকনাফ থেকে ফেনীর ছাগলনাইয়াগামী একটি কোরবানির গরুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও ট্রাক দুটোই দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সংঘর্ষে দুই শিশু, তিন মহিলাসহ ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অন্তত আরো আটজন। ফায়ার সার্ভিস মাইক্রোবাসের আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে স্থানীয়রা আহত ট্রাক চালক, সহকারীসহ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। হাইওয়ে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানাতে পারেনি। নিহতদের মধ্যে একজন মাইক্রোবাস চালক রয়েছে। দুর্ঘটনার ঘটনার পরপরই মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। তিন ঘণ্টার চেষ্টার পর ভোর ৬টা থেকে যানজট যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশ আরো জানায়, দুর্ঘটনাকবলিত পশুর ট্রাকে ১৭টি গরু ছিল।
পলাশবাড়ীতে ৪
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী সদরের অদূরে মহেশপুর নামক স্থানে বাস চাপায় সিএনজিচালকসহ নিহত হয়েছেন চার জন। এ ঘটনায় সিএনজিতে থাকা অপর যাত্রী আহত হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের উপজেলা সদরের মহেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন এন্টারপ্রাইজের একটি বাস উপজেলার মহেশপুর নামক স্থানে পৌঁছলে ধাপেরহাট থেকে পলাশবাড়ী অভিমুখে আসা একটি সিএনজিকে ওভারটেক করার সময় চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ চার জন নিহত হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা অপর দুই যাত্রীকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার পর বাসচালক পলাশবাড়ী উপজেলা সদরে এসে বাস থেকে নেমে সটকে পড়েন। পুলিশ বাসটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজাবাউল হোসেন, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝিনাইদহে ১
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পাঁচ মাইল ঘোড়ামারা নামক স্থানে ট্রাক চাপায় ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র সেতু (২১) নিহত হয়েছেন। এ সময় তার দুই ভাই আহত হন। নিহত সেতা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। রোববার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচ মাইল ঘোড়ামারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঈদের ছুটিতে হতাহতরা মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। তারা পাঁচ মাইল ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সেতু। তবে তিনি শিক্ষার্থী কিনা তা আমি জানি না। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status