বিশ্বজমিন

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় আসক্ত: ইরান

মানবজমিন ডেস্ক

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৮:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে আসক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ। তিনি বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রের একটি রোগ আছে। আর তা হলো নিষেধাজ্ঞার আসক্তি।’ রোববার সিএনএনকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর এই প্রথম ইরানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা পশ্চিমা গণমাধ্যমের মুখোমুখি হলেন। যুক্তরাষ্ট্রে পড়ালেখা করা এই ইরানি মন্ত্রী সাবলিল ইংরেজিতে সিএনএনের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাক্ষাৎকারে জাবেদ জারিফ অভিযোগ করেন, ওবামার শাসনামলেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের ওপর গুরুত্ব দিয়েছে। তারা ইতিমধ্যেই আরোপিত নিষেধাজ্ঞার বাধ্যবাধকতা মেনে চলার চেয়ে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পরেও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি বহাল রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বলেন, ট্রাম্প প্রশাসন বেরিয়ে যাওয়ার পরেও পারমাণবিক চুক্তি বহাল রাখা সম্ভব। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র এখনো এটা শিক্ষা নেয় নি যে, ইরানের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞাই কাজে আসবে না। তিনি বলেন, ‘আমরা মনে করি, যুক্তরাষ্ট্র অন্তত এটা বুঝতে পেরেছে যে, নিষেধাজ্ঞা অর্থনৈতিক দুর্ভোগ তৈরি করতে পারে। কিন্তু তারা যে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য এসব নিষেধাজ্ঞা দিয়েছে, তা অর্জিত হবে না। আমি ভেবেছিলাম, যুক্তরাষ্ট্র এটা থেকে শিক্ষা নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভুল ভেবেছিলাম।’ এর আগে টুইটারে দেয়া এক বার্তায় তিনি ইরানের ওপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের ‘অ্যাকশন গ্রুপ’ গঠনের নিন্দা জানান। তিনি লেখেন, এখন একটি অ্যাকশন গ্রুপও একই কাজ করার স্বপ্ন দেখছে। কিন্তু তা কখনোই পূরণ হবে না। উল্লেখ্য, ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্র তাদের দোসরদের দিয়ে ইরানের তৎকালীন সরকারকে উৎখাত করার প্রচেষ্টা চালিয়েছিল। ১৯শে আগস্ট ওই ঘটনার বর্ষপূর্তি হয়েছে। টুইটার বার্তায় জাবেদ জারিফ ওই প্রচেষ্টার প্রতিই ইঙ্গিত করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status