বিশ্বজমিন

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ১৯

মানবজমিন ডেস্ক

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৮:৫৬ পূর্বাহ্ন

নাইজেরিয়ার একটি গ্রামে সশস্ত্র জঙ্গিদের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ডজন খানেক মানুষ। রোববার রাতে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্ন প্রদেশের মাইলারি গ্রামে এ হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম বা আইএস এর সদস্য। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার রাত ২টার দিকে বর্ন প্রদেশের গুজামালা অঞ্চলে মাইলারি গ্রামে হামলা চালায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শী আবাচা ওমর বেলন, সশস্ত্র জঙ্গিরা ১৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে তার ছোট ভাইও রয়েছে। তবে হামলাকারীরা ঠিক কোন গোষ্ঠীর সদস্য তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। ত্রাণকর্মীরা বলছেন, রোববারের হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে। তারা বলেন, তিন দিন আগে জঙ্গিরা গ্রামটিতে হামলার পরিকল্পনা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা পার্শ্ববর্তী সেনা ঘাঁটিতে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। একজন ত্রাণকর্মী বলেন, কয়েকশ অধিবাসী গ্রামটি থেকে পালিয়ে মঙ্গুনো’র একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরেই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। প্রায়ই সেখানে সশস্ত্র জঙ্গিরা হালা চালিয়ে থাকে। তাদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status