বাংলারজমিন

ঈশ্বরগঞ্জে মৃত্যুর সঙ্গে লড়ছে বেগম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৮:৫০ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর গ্রামের মৃত শামছুদ্দিনের মেয়ে মোছা. বেগম (২০) নামে এক গৃহকর্মীর ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। বেগম রাজধানীর মুগদা থানার মানিকনগর মহল্লার আবুল কালাম নামে এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করতো। গৃহস্থালি কাজ করতে দেরি হওয়ায় বাসার মালিকের স্ত্রী গরম ইস্ত্রি দিয়ে ছেঁকা দিত বেগমকে। ফলে শরীরের বিভিন্ন স্থানে পচন ধরায় মৃত্যুর সঙ্গে লড়ছে বেগম। পরিবার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে উপজেলার দত্তগ্রাম এলাকার আল-আমিনের সঙ্গে বেগমের বিয়ে হয়। কিন্তু আট মাস পূর্বে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স হওয়ার পর সাত দিন বাড়িতে বসে থাকেন বেগম। পরে পার্শ্ববর্তী বড়ইবাড়ি গ্রামের আবুল কালামের স্ত্রীর মারফতে ঢাকায় ৩ হাজার টাকা বেতনে একটি বাসায় কাজ করতে যান বেগম। গত রমজান মাসে ওই বাসার কাজ ছেড়ে ঢাকার মুগদা থানার মানিকনগর এলাকায় একটি বাসায় নতুন করে কাজে যোগদান করেন বেগম। বেগম জানান, কাজে যোগ দেয়ার পর থেকেই তিনি প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতেন। কাজ করতে একটু দেরি হলেই শরীরের বিভিন্ন স্থানে লাঠিপেটা, শরীরে গরম পানি ঢেলে দেয়াসহ গরম ইস্ত্রি দিয়ে ছেঁকা দিতো বাসার মালিক আবুল কালামের স্ত্রী শিল্পী আক্তার। চিৎকার করলে ওড়না দিয়ে মুখ বেঁধে আরো নির্যাতন চালাতো। হাত পা বেঁধে রান্নাঘর ও টয়লেটে ফেলে রাখতো। তিনি জানান, নির্যাতনের ফলে শরীরের বিভিন্ন অংশে ইনফেক্‌শন হয়ে পচন ধরলে শনিবার বিকালে ঢাকা থেকে নেত্রকোনাগামী শাহজালাল পরিবহন নামে একটি বাসে তুলে দেয়া হয় তাকে। ওই দিন গভীর রাতে অনেক কষ্টে বাড়িতে পৌঁছায় সে। মদিনার শরীরে নির্যাতনের এমন অবস্থা দেখে রোববার বিকালে তাকে নিয়ে ঈশ্বরগঞ্জ থানায় ছুটে আসেন পরিবারের লোকজন। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। রোববার রাতে মদিনাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে তাকে সোমবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর জানান, এ ঘটনায় থানায় অভিযোগ জমা পড়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করার জন্য অভিযান শুরু করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status