বাংলারজমিন

বামনায় শহররক্ষা বাঁধের কাজ বন্ধ

বরগুনা প্রতিনিধি

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৭:৪২ পূর্বাহ্ন

বিশ্ব ব্যাংকের বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারায় বর্তমানে বন্ধ রয়েছে বরগুনার বামনায় শহররক্ষা বাঁধের সব কার্যক্রম। এর ফলে চরম ভাঙন আতঙ্কে রয়েছে উপজেলার বিষখালী নদীর তীরের লঞ্চঘাট এলাকার বাসিন্দারা। তবে, কবে নাগাদ এই কাজ পুনরায় শুরু হতে পারে সে বিষয়ে কোনো ধারণা নেই সংশ্লিষ্টদের। জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইমারজেন্সি সাইক্লোন রিকভার অ্যান্ড রেক্টাশন প্রজেক্ট (ইসিআরআরপি) এর আওতায় বরগুনার বামনা উপজেলার চেঁচান থেকে বামনা লঞ্চঘাট বালুর গোলা পর্যন্ত ৭৫০ মিটার শহর রক্ষা বাঁধের ব্লক ফেলার কাজ করে ম্যাক্স ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই কাজ যথাসময়ে শেষ হওয়ার পরে একই প্রকল্পের আওতায় নতুন করে আরো ৩শ’ মিটার কাজের অনুমোদন দেয় বিশ্ব ব্যাংক। এই কাজের ঠিকাদার হিসেবে নিয়োগ পায় একই ঠিকাদারী প্রতিষ্ঠান। অজ্ঞাত কারণে তারা এই কাজ শুরু না করায় পানি উন্নয়ন বোর্ড এনবিএল নামে আরেকটি প্রতিষ্ঠানকে ওই ৩শ’ মিটার কাজের জন্য নিয়োগ প্রদান করে। তারা বিষখালী নদীতে প্রকল্প স্থানের কিছু অংশে বস্তা ডাম্পিংসহ কিছু ব্লক নির্মাণ করার পরে বিশ্ব ব্যাংকের বেঁধে দেয়া সময় অতিক্রম করে। এরপর ওই ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পরে শহর রক্ষা বাঁধের আর কোনো কাজ শুরু করেনি। এর ফলে বিষখালী নদীর ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের নদী তীরবর্তী কয়েক হাজার মানুষ। কলাগাছিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল খোকন জানান, ম্যাক্স যতটুকু কাজ করেছে তাতে বিষখালীর অনেক অংশের ভাঙনরোধ হয়েছে। নতুন করে শুরু হওয়া ৩শ’ মিটার শহররক্ষা বাঁধের কাজ অর্ধেক হওয়ায় এই এলাকায় ভাঙন আতঙ্ক আরো বেড়ে গেছে। পূর্বের অংশের ব্লক ফেলার কারণে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় পানির স্রোতের চাপ লঞ্চঘাট অংশে বেশি বেড়েছে। এর ফলে বর্তমানে এই অংশে ভাঙন তীব্র হয়েছে। অচিরেই পানি উন্নয়ন বোর্ড শহররক্ষা বাঁধের কাজ শুরু না করলে এলাকাবাসী ভিটে-মাটি হারাবে।  এ প্রসঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান এনবিএল-এর প্রকৌশলী মো. ফিরোজ হোসেন জানান, ম্যাক্স কাজ না করায় অনেক পরে তাদের প্রতিষ্ঠানকে এই কাজ করার অনুমোদন দেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু প্রকল্পের মেয়াদ পর্যন্ত যে টাকা বরাদ্দ পাওয়া গেছে তা দিয়ে যতটুকু সম্ভব কাজ করা হয়েছে। এখন মেয়াদ শেষ হওয়ায় বিশ্ব ব্যাংক এই প্রকল্পে আর কোনো অর্থ বরাদ্দ না করায় এখন কাজ সম্পূর্ণ বন্ধ। তবে, পানি উন্নয়ন বোর্ড তাদের নিজস্ব তহবিল থেকে অর্থ অনুমোদন দিয়ে এই কাজ পুনরায় শুরু করতে পারেন।
এ ব্যাপারে বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, বিশ্ব ব্যাংকের প্রকল্প শেষ করার মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান এনবিএল-এর বামনা শহররক্ষা বাঁধের আর কোনো কাজ করা সম্ভব নয়। তবে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কাজটি শেষ করার জন্য নতুন করে অর্থ বরাদ্দ হলে পুনরায় শহররক্ষা বাঁধের কাজ শুরু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status