বাংলারজমিন

মামলা থেকে রেহাই পেতে কোম্পানীগঞ্জের শামীমের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৭:৩৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের বিতর্কিত ওসি আব্দুল হাইয়ের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের সহায়তা চেয়েছেন আওয়ামী লীগ নেতা ও চুনাপাথর ব্যবসায়ী হাজী শামীম আহমদ। গতকাল সোমবার আইনজীবীর মাধ্যমে দেয়া এক স্মারকলিপিতে তিনি এ সহায়তা চান। একই সঙ্গে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি ও জেলা প্রশাসকের কাছেও তিনি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে হাজী শামীম আহমদ জানান- গত ১৬ই আগস্ট ওসি আব্দুল হাইয়ের দুর্নীতি, ঘুষবাণিজ্যসহ নানা ঘটনার প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন দেয়ার পরপরই ১৯শে আগস্ট ওসির নির্দেশে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলা সাজানো। মামলায় সিলেটে বসবাসরত তার ভাতিজা কেফায়েতকেও আসামি করা হয়েছে। কোম্পানীগঞ্জের বর্তমান বিতর্কিত ওসি আব্দুল হাই যোগদানের পর থেকে তার মদদে গোটা কোম্পানীগঞ্জ উপজেলাজুড়ে বোমা মেশিন দিয়ে পাথর লুটপাট চলছে। আর ওসি প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করে পাথর উত্তোলনের সুযোগ করে দিচ্ছেন। পুলিশ সুপারের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করে শামীম বলেন- বোমা মেশিনের মালিক কারা। এবং কার নির্দেশে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে- এসবের নিরপেক্ষ তদন্ত সরকার করুক। ওসি আরো কয়েকজন বোমা মেশিনের মালিকের সঙ্গে আঁতাত করে উপজেলার নিরীহ মানুষদের ফাঁসানোর চক্রান্ত করছে। ওসি নিজেই বোমা মেশিন ব্যবহারের অনুমতি দিয়ে পাথর উত্তোলনে করাচ্ছেন। আবার অভিযান করে ওই বোমা মেশিন উদ্ধার করে নিরীহ মানুষদের ফাঁসাচ্ছেন। স্মারকলিপিতে শামীম আহমদ কোম্পানীগঞ্জ থেকে ওসি আব্দুল হাইকে প্রত্যাহারেরও দাবি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status