বাংলারজমিন

আমতলীতে জোয়ারে প্লাবিত ৫ শতাধিক পরিবার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৭:২৯ পূর্বাহ্ন

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর রাওঘা ও কুকুয়া ইউপির কুকুয়া, কৃষ্ণনগর, কুতুবপুর গ্রামে জোয়ারের পানি ঢুকে পানিবন্দি হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার। সুবান্ধী বাঁধের কারণে এ মৌসুমে নদীর পানি ঢুকে প্রতিদিন ৫ শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়ে পড়ে। সুবান্ধী বাঁধের উপর যে স্লুইসগেট আছে ঐ গেট  ছোট হওয়ায় পানি নিষ্কাশন সম্ভব নয় বলে এলাকাবাসী জানান। উত্তর রাওঘার মো. কবির হোসেন বলেন, আমরা প্রতিদিন জোয়ারের পানির সঙ্গে লড়াই করে বেঁচে থাকি। আমাদের ঘরবাড়ি পাকের ঘর, উঠান বাথরুম তলিয়ে রয়েছে।  জোয়ার ও বৃষ্টির পানিতে সবকিছু তলিয়ে রয়েছে। কুকুয়া গ্রামের পারভেজ বলেন জোয়ার ও বৃষ্টির পানিতে গ্রামের বাড়িঘর থেকে নামতে পারি না।
 হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা ও কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য  পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।
 পানি উন্নয়ন বোর্ডের এসডি মো. শাহ আলম  মিয়া মুঠোফোনে বলেন, সুবান্ধী বাঁধের ওখানে ৫ ব্যান্ড স্লুইস নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status