এক্সক্লুসিভ

প্রস্তুত কুয়াকাটা

হোসাইন আমির, কুয়াকাটা (পটুয়াখালী) থেকে

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৭:১০ পূর্বাহ্ন

এবার সাগর কন্যায় ঈদ-উল-আজহার দীর্ঘ ছুটি কাটাতে পর্যটকরা নিবিড়ভাবে নৈসর্গিক দর্শনীয় স্পট দেখতে পারে, তার জন্য প্রস্তুত কুয়াকাটার সকল প্রতিষ্ঠান। বর্ষা থাকায় কুয়াকাটা এলাকার ব্যবসায় ভাটা পড়ে ছিল। রাজনৈতিক অস্থিরতা না থাকায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে দলে দলে আসবে বলে এ আশায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে পর্যটকবান্ধব শ্রমিকরা। গত বছরের তুলনায় এবার নতুন অনেকগুলো হোটেল মোটেল হওয়ায় বেশি পরিমাণ টুরিস্ট রাত্রিযাপন করতে পারবে এমনটাই আশা। ঈদ-উল-আজহায় প্রায় অর্ধ লাখ পর্যটকদের পদচারণা থাকবে বলে জানিয়েছেন কুয়াকাটার ব্যাবসায়ীরা। তবে আমতলী-ও কলাপাড়ায় ২৫ কিলোমিটার রাস্তায় বড় গর্তের কারণে ভোগান্তি পোহাতে হবে বলে এন্তার অভিযোগ রয়েছে।

পর্যটকবান্ধব ব্যবসায়ীরা জানান, পর্যটক মৌসুমের শুরুতেই ঈদের ছুটি পেয়ে হাজার হাজার ভ্রমণ পিপাসুর পদচারণায় থাকবে গোটা সী-বিচ। পর্যটক মৌসুম শুরুতেই ঈদ-উল-আজহাকে সামনে পেয়ে কুয়াকাটা টুরিস্ট সেবকরা ব্যাপক প্রস্তুতি হাতে নিতে দেখা গেছে। হোটেলগুলো রং-লেপ, নারিকেল বাগান, গাড়ি পার্কিং, সী-বিচ ছাতা বেঞ্চ, টুরিস্ট বোট, ইকো পার্কসহ নববধূ রূপে সাজিয়ে রেখেছে। ঈদের কয়েক দিন টানা ছুটিতে শুত্রুবার পর্যন্ত স্পটগুলোতে ভ্রমণ পিপাসুদের কানায় কানায় ভরে গেছে। কুয়াকাটার অভিজাত হোটেল খান প্যালেস’র ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান মানব জমিনকে জানান, আমার হোটেলে ঈদকে সামনে রেখে বুকিং চলছে, ভালোই সারা পাচ্ছি। আশা কর্‌ ৫ দিন ছুটিতে কোনো রুম খালি থাকবে না।

কুয়াকাটায় নিরাপত্তায় দায়িত্ব থাকা টুরিস্ট পুলিশ কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, আমাদের প্রয়োজনীয় লোকবল যথেষ্ট রয়েছে। ঈদে প্রতিটি স্পটে অতিরিক্ত পুলিশ সদস্যরা পর্যটকদের নিরাপত্তা নিয়ে তৎপর থাকবে। রাতে টহলে সারা রাত দায়িত্বে থাকবে আমাদের সদস্যরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status