এক্সক্লুসিভ

পর্যটকের অপেক্ষায় সমুদ্র সৈকত

রাসেল চৌধুরী, কক্সবাজার থেকে

২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৭:১০ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। টানা ৫ দিনের ছুটিতে পর্যটকের পদভারে মুখরিত হবে এমনটিই আশা তাদের। এখন পর্যটকের অপেক্ষায় সমুদ্র সৈকত নতুনরূপে সেজেছে। বিশেষ করে ঈদুল আজহার দ্বিতীয় দিন থেকে পর্যটক সমাগম ঘটবে। ইতিমধ্যে ২৩, ২৪, ২৫ ও ২৬শে আগস্ট পর্যন্ত তারকা মানের অধিকাংশ হোটেল ৬০ শতাংশ বুকিং হয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ আর আনন্দকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ নিয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। হোটেল-মোটেল, গেস্ট হাউস মালিক সমিতি সূত্র জানায়, পর্যটক বরণে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে অন্যান্য বারের চেয়ে এবার পর্যটকদের আশানুরূপ সাড়া মিলছে না। এর কারণ হিসেবে পর্যটন ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া নানান অস্থিরতা, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দায়ী করেন। তারপরও ব্যবসায়ীরা টানা ছুটিতে জমজমাট ব্যবসা হবে বলে আশাবাদী।
কক্সবাজারের তারকা হোটেল নিঃস্বর্গ অ্যান্ড রিসোর্টস-এর অপারেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, প্রতিবারের ঈদে একটি বাড়তি আমেজ থাকে। এবার সেটা নেই। হোটেলে বুকিংও আশানুরূপ নয়। এ পর্যন্ত যা বুকিং হয়েছে, অন্যান্য বারের চেয়ে তা খুবই কম। তিনি বলেন, আগের ঈদগুলো তাদের উপর ছোটখাটো ‘তুফান’ বয়ে যেতো, যা এবার নেই।
কক্সবাজার রেস্তরাঁ মালিক সমিতির আহ্বায়ক নঈমুল হক চৌধুরী টুটুল বলেন, কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা বড় বড় উৎসবগুলোর অপেক্ষায় থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে ঈদসহ বড় বড় অন্যান্য উৎসবগুলোতে আগের মতো পর্যটক আসছে না। মাত্রাতিরিক্ত রুম ভাড়া, অর্থলোভী ব্যবসায়ীদের গলাকাটা বাণিজ্যসহ নানা কারণে পর্যটকরা কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তিনি পর্যটন ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এতকিছুর মধ্যেও তিনি ঈদের পরের এক সপ্তাহে ‘কিছু’ ব্যবসা হবে বলে আশাবাদী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status