খেলা

লা লিগায় রোনালদো পরবর্তী যুগে জয়ে শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট ২০১৮, সোমবার, ১০:৫৭ পূর্বাহ্ন

লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদো ও কোচ জিনেদিন জিদান পরবর্তী যুগ জয় দিয়ে শুরু করলো রিয়াল মাদ্রিদ। গতকাল সান্টিয়াগো বার্নাব্যুতে গেতাফেকে ২-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে হুলেন লোপেতেগির শিষ্যরা। স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন নতুন কোচ লোপেতেগি। লা লিগা শুরুর আগে গত সপ্তাহে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে হার দেখেন তিনি। উইয়েফা সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। গেতাফের জালে ২০ মিনিটের মাথায় বল পাঠান রাইটব্যাক দানি কারভাহাল। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদোর বিদায়ে রিয়ালকে পথ দেখানো গ্যারেথ বেল। পুরো ম্যাচে পাত্তাই পায়নি গেতাফে। ৭৮% বল দখলে থাকে স্বাগতিকদের। ম্যাচের ৬৯ মিনিটের আগ পর্যন্ত একটি শটও নিতে পারেনি গেতাফের খেলোয়াড়রা। এ নিয়ে গেতাফের বিপক্ষে টানা ১০টি লীগ ম্যাচ জিতলো লস ব্লাঙ্কসরা। রিয়ালের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের অপেক্ষা বাড়লো উঠতি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়ার ও গোলরক্ষক থিবো কুরতোয়ার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status