অনলাইন

বৃষ্টি হলে ছাতা, না হলে শুধুমাত্র জায়নামাজ

অনলাইন ডেস্ক

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ৭:০২ পূর্বাহ্ন

ঈদুল আজহায় জাতীয় ঈদগাহের জামাতে আগত মুসলিদের শুধুমাত্র জায়নামাজ আনার অনুরোধ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ' বৃষ্টি হলে ছাতা নিয়ে আসতে পারবেন। কিন্তু আবহাওয়া ভালো থাকলে শুধুমাত্র জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ করছি।'
আইজিপি আরও বলেন, ঈদগাহ মাঠের ভেতরে এবং বাইরে ৩ কিংবা ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ডিএমপির সদস্যরা সিভিল ড্রেসে (সাদা পোশাকে) নিরাপত্তা দেবে। ঈদগাহের বাইরে ইন্টেলিজেন্সের সদস্যরাও থাকবে।
আইজিপি জানান, নিরাপত্তার জন্য ঈদগাহের চারপাশে ৮৫টি সিসিটিভি লাগানো হয়েছে। এছাড়াও এবারই প্রথম ঈদগাহের ছাদের ত্রিপলের ওপরে বেশ কয়েকটি সিসিটিভি লাগানো হয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য রয়েছে কন্ট্রোল রুমের ব্যবস্থা। রাষ্ট্রপতিসহ ঈদগাহে আসবে এমন ভিভিআইপি ও ভিআইপিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status