অনলাইন

সেপ্টম্বরে ২১শে আগস্ট গ্রেনেড হামলার রায়

অনলাইন ডেস্ক

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ৭:০১ পূর্বাহ্ন

মন্ত্রীপরিষদ সেপ্টেম্বর মাসে বিচারিক আদালত থেকে ২১শে আগস্ট গ্রেনেড হামলার রায় আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ২১শে আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, আসামি বাবরের যুক্তিতর্ক চলছে। ২৬, ২৭ এবং ২৮শে আগস্টের মধ্যে যুক্তিতর্ক শেষ হবে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ৫২ জন আসামির মধ্যে ১৭ জনই পলাতক রয়েছে। এখন পর্যন্ত ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

আইনমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধী এসব কিছুর বিচার হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলারও বিচার হবে। আর ২১শে আগস্ট মামলার তদন্তে এমন অনেক তথ্যই বেরিয়ে এসেছে যেখানে ৭১, ৭৫-এর ষড়যন্ত্রকারীদের কথা আছে।

আনিসুল হক বিএনপির উদ্দেশ্যে বলেন, ' আপনারা (বিএনপি) যদি চান তাহলে জিয়াউর রহমানের হত্যার বিচার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status