অনলাইন

‘কিশোর-কিশোরীদের ঘাড়ে চড়ে ষড়যন্ত্র’

চট্টগ্রাম প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ৫:১৪ পূর্বাহ্ন

‘আগস্ট মাস আসলেই নানা ষড়যন্ত্র শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ই আগস্টের কালরাত্রিতে হত্যা করা হয়েছিল। ২১শে আগস্ট বৃষ্টির মতো গ্রেনেড ছুঁড়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছিল। আইভী রহমানসহ ২৪জন আওয়ামী লীগ নেতাকর্মী সেদিন মৃত্যুবরণ করেছেন। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শ্রবণশক্তি অনেকটা লোপ পেয়েছে এ ঘটনার প্রেক্ষিতে। ২০০৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে বোমা হামলা হয়েছিল। এবার কিশোর-কিশোরীদের ঘাড়ে চড়ে যে ষড়যন্ত্র, সেটিও এই আগস্ট মাসে।’ বলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা স¤পাদক ড. হাছান মাহমুদ।

তিনি আরো বলেন, দেশে আবারও ১/১১ সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে। সরকার আবারও ক্ষমতায় আসবে বুঝতে পেরেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র কারা করছে, কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে, সে সমস্ত খবর সরকারের কাছে আছে।

আজ রোববার চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড় লেইনে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ। শনিবার ঢাকায় বিএনপির মুখপাত্র ও যুগ্ম সাধারণ স¤পাদক রিজভী আহমেদের সংবাদ সম্মেলনে করা অভিযোগের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের বক্তব্যের সূত্র ধরে হাছান মাহমুদ বলেন, গতকাল রিজভী আহমেদ বলেছেন আমাদের কর্মকান্ডেই নাকি ১/১১র পথ প্রশস্ত হচ্ছে। এই কথা বলার মাধ্যমে রিজভী আহমেদ প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন, তারা এক-এগারোর মত পরিস্থিতি সৃষ্টির জন্য ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন। প্রকৃতপক্ষে এই ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status