বিশ্বজমিন

ভারতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২০

মানবজমিন ডেস্ক

১৯ আগস্ট ২০১৮, রবিবার, ৯:২৯ পূর্বাহ্ন

ভারতের কেরালা প্রদেশে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২০ জনে পৌঁছেছে। এখনো সেখানে কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। তীব্র বন্যায় বেশ কিছু জায়গায় ভূমিধস হয়েছে। তীব্র বর্ষণে ভেসে গেছে শত শত গ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বন্যা এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে আরো বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তীব্র ঝড়ো বাতাসও অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে। দুর্গতদের উদ্ধারে স্থানীয় জেলে ও সেনা সদস্যরা যৌথ তৎপরতা চালাচ্ছেন। হেলিকপ্টারে করে আটকে পড়াদের সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ান বলেন, প্রদেশটি ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখে পড়েছে। এখন পর্যন্ত বন্যায় ৩২৪ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে দুর্গতদের দেখতে কেরালা সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার প্রধানমন্ত্রী উপর থেকে বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status