অনলাইন

মওদুদের বাড়ি ঘেরাও করে রাখায় মির্জা ফখরুলের নিন্দা

স্টাফ রিপোর্টার

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নোয়াখালীর বসুরহাটের বাড়ি পুলিশ ঘেরাও করে রাখাসহ ১০/১২ জন বিএনপি নেতাকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শুধু বাড়িটিই ঘেরাও করে রাখেনি, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল ওহাব রাজা, যুবদল নেতা খায়রুল আলম সেলিম, আবুল কাশেম, ওমর ফারুকসহ ১০/১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, বিবাদ ও বিভাজনের রাজনীতি থেকে দূরে যেতে পারছে না বর্তমান অবৈধ সরকার। প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে দেশকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। আর সেজন্যই বেপরোয়া হয়ে গুম, খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকা-সহ বিরোধী নেতাকর্মীদের লাগাতার গ্রেপ্তার ইত্যাদিকে রাষ্ট্রীয় নীতি করা হয়েছে। প্রতিদিন অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তারের জন্য দেশের কারাগারগুলোর বন্দি ধারণ ক্ষমতা নেই। সরকারের সব অপকর্মের মূল লক্ষ্য একটাই। তা হলো ক্ষমতাকে চিরস্থায়ী করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে আর বেশিদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারবে না। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরো বেশি ঐক্যবদ্ধ। ভয়াবহ দুঃশাসন ও জুলুমের বিরুদ্ধে জনগণের মিলিত শক্তির কাছে বর্তমান শাসকগোষ্ঠীর পরাজয় বরণ এখন সময়ের ব্যাপার মাত্র। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যারিস্টার মওদুদ আহমদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী নিজের পথের কাঁটা সরাতে প্রত্যক্ষভাবে পুলিশকে নির্দেশ দিয়ে দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদকে অবরুদ্ধসহ নানাভাবে নাজেহাল করছে । আজও একই ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তিতে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তার নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি। অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status