বিশ্বজমিন

ইমরানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

মানবজমিন ডেস্ক

১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৯:৪০ পূর্বাহ্ন

পাকিস্তানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার পাকিস্তান পৌঁছেছেন ভারতের সাবেক ক্রিকেট তারকা নভজোৎ সিং সিধু। পাকিস্তানে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় ইমরান খানকে অভিনন্দন জানান। তাকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, আমি ইমরান খানের জন্য ভালোবাসার বার্তা নিয়ে এসেছি। ডনের খবরে বলা হয়েছে, সিধু ভারত থেকে উপহার হিসেবে ইমরান খানের জন্য একটি কাশ্মীরী শাল নিয়ে এসেছেন। তিনি আশা প্রকাশ করেন, দুই প্রতিবেশী সব বিবাদ ভুলে শান্তি প্রতিষ্ঠা করবে। এ সময় সাবেক এ ক্রিকেটার ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, তার আমলেই ভারত পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ বাস সার্ভিস চালু হয়েছিল।
এদিকে, পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান ১৮ই আগস্ট শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তিনি ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসেইন এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফয়সাল জাভেদ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার ও কপিল দেব আমন্ত্রণপত্র পেয়েছেন। পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, রমিজ রাজা, ইনজামাম-উল-হক, মুশতাক আহমেদ, মইন খান ও আকিব জাভেদকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সবাই ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলের সদস্য ছিলেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ দল নিয়েই সেবছর পাকিস্তানের হয়ে একমাত্র বিশ্বকাপ জিতেছিলেন ইমরান খান।॥
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status