অনলাইন

সাকিব কন্যার স্কুলে প্রথম দিন

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৩৬ পূর্বাহ্ন

২০১২ সালের ১২ই ডিসেম্বর  বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কেটে গেলো ছয়টি বছর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশির দ¤পতির। সুখের সংসারে ২০১৫ সালের ৯ই নভেম্বর কন্যা আলাইনা হাসান অউব্রী আশার পর দেখতে দেখতে তার বয়সও প্রায় ৩ বছর হতে চললো। তবে ২ বছর ৯ মাস বয়সেই গতকাল শুরু হয়েছে তার শিক্ষা জীবন। যুক্তরাষ্ট্রের একটি প্রি-স্কুলে সাকিব-শিশিরের কন্যাকে ভর্তি করা হয়েছে। ১৬ই আগস্ট, বৃহস্পতিবার ছিল অউব্রীর স্কুলের প্রথম দিন।

বাবা সাকিব পবিত্র হজ পালন করার জন্য আছেন সৌদি আরবে। তাই মা শিশির গতকাল অউব্রীর সঙ্গেই ছিলেন। স্কুলের প্রথম দিনটি হেসে-খেলে আর ঘুরে বেড়িয়েই কাটিয়েছে অউব্রী। মূলত, প্রথম শ্রেণীর মূল ধারার পড়াশুনা শুরুর আগে বাচ্চাদের স্কুলের সঙ্গে অভ্যস্ত হবার জন্য এমন প্রি-স্কুলের ব্যবস্থা আছে বিশ্বের অনেক দেশেই। এসব স্কুলে বাচ্চাদের মুখে মুখে অক্ষর, ছড়া বলা, রং চেনার কাজটাই শিখিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার দিকেও নজর রাখা হয় মানসিক এবং শারীরিক বিকাশের জন্য। বাংলাদেশে কয়েক বছর থেকে প্রি-স্কুল পদ্ধতি ভালোভাবেই চালু হয়েছে।


প্রি-স্কুলে অউব্রীর প্রথম দিনের এই ভালোলাগার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে শিশির তার ভ্যারিফায়েড পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম এবং ফেসবুকে অউব্রীর প্রথম দিনের স্কুলের ছবি পোস্ট করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status