প্রথম পাতা

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি

স্টাফ রিপোর্টার

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ১০:২৪ পূর্বাহ্ন

দেশে এখন ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ওয়ান-ইলেভেনে যারা দেশকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, তাদের সহযোগী ছিল মিডিয়ার একটি অংশ। যারা উস্কানি দিয়ে শেখ হাসিনার সরকারকে হঠানোর চক্রান্ত করছে। গতকাল রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর এক খুনিকে শিগগিরই দেশে এনে শাস্তি কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রে যেই খুনি অবস্থান করছে, তাকে সরানোর জন্য ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিয়েছে। তিনি বলেন, কানাডায় মৃত্যুদণ্ড না থাকায় আইনি জটিলতার কারণে একজনকে এই মুহূর্তে আনা যাচ্ছে না। আরেক দেশে থাকা বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি নব্বই ভাগ সফল। আমাদের কূটনৈতিক উদ্যোগ সফল হতে যাচ্ছে। মন্ত্রী বলেন, সারা বাংলা যখন শোকে, তখন ভুয়া জন্মদিবস পালনের মাধ্যমে পাপের নোংরা দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। তারাই অগণতান্ত্রিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে একটি বৈধ সরকারকে হঠানোর চক্রান্ত করছে। এদেরকে চিনে রাখতে হবে। তাদের সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যমের কেউ কেউ আক্রমণকারীকে আক্রান্ত আর আক্রান্তদের আক্রমণকারী হিসেবে অপপ্রচার চালিয়েছে। আমাদের ৪৬ জন নেতাকর্মী আহত হলো, একজনের চোখ নষ্ট হয়েছে। অথচ ওই ছেলেকে বলা হলো সে নাকি সাধারণ ছাত্র। এই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অরাজনৈতিক আন্দোলনে হঠাৎ দেখলাম রাজনীতি প্রবেশ করেছে। হাজার হাজার স্কুলব্যাগের ভেতরে রড-চাপাতি-পাথর। শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চেয়েছে; আর বিএনপি তাদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে। শিশুদের একটি যৌক্তিক আন্দোলনে তারা এমন একটি নিষ্ঠুর এজেন্ডা নিয়ে মাঠে নেমেও ব্যর্থ হয়েছে। তারা এখন নালিশ করতে শুরু করেছে। বিদেশিদের কাছে নালিশ করছে, দেশের সমস্যা বিদেশিদের বলছে, কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে। ৯ বছরে বিএনপি ৯ দিনও আন্দোলন করতে পারেনি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা রমজানের ঈদের পর বলে কোরবানির ঈদের পর আন্দোলন, কখনও বলে পরীক্ষার পর আন্দোলন, আবার বলে বেগম জিয়া লন্ডন থেকে আসার পর আন্দোলন। ৯ বছরে ১৮টি ঈদ গেল, এ বছর, ওই বছর করে আর আন্দোলনের দেখা নেই। ইডেন কলেজে সিট বাণিজ্যের বিষয়ে সতর্ক করে ওবায়দুল কাদের নেতাকর্মীদের বলেন, পলিটিক্যাল রুম কিসের এসব প্র্যাকটিস বন্ধ করতে হবে। আমরা অপকর্ম থেকে বিরত থাকলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শামসুন নাহার, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান, পারভীন জামান কল্পনা, মারুফা আক্তার পপি প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status