বাংলারজমিন

সিলেটে সালিশে ট্রাক মালিক শ্রমিকদের বিরোধ নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ১০:০৬ পূর্বাহ্ন

সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে ট্রাক মালিক সুলতানা বেগম ও ট্রাক শ্রমিক লোকমান আহমদের মধ্যে গাড়ি মেরামতসহ বিভিন্ন রকমের লেনদেন নিয়ে সৃষ্টি হওয়া বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এক সালিশ বৈঠক বুধবার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বৈঠকে জেলা ট্রাক মালিক গ্রুপের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাখন মিয়া, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম (সালাম মিয়া), সহসভাপতি হাসমত আলী হাসু, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন হীরা মিয়া, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শ্রী নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মানিক মিয়া, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, প্রথম নির্বাহী সদস্য মো. কানু মিয়া, নির্বাহী সদস্য লায়েছ মিয়া, নির্বাহী সদস্য আব্দুল জলিল, নির্বাহী সদস্য আলী আহমদ, নির্বাহী সদস্য শরীফ আহমদ, দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, শ্রমিক নেতা নুরুল হক, ফরিদ উদ্দিন, জসিম উদ্দিন, বশির আহমদ, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, ছালিক মিয়া, জয়নাল আহমদ’সহ শতাধিক মুরব্বীয়ান ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। ট্রাক মালিক মোছাম্মৎ সুলতানা বেগমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনের কার্যালয়ে ৭টি বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রথম পক্ষ সুলতানা বেগমকে ৯ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ১৯শে আগস্টের মধ্যে সেই টাকা পরিশোধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সিদ্ধান্ত নেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status