দেশ বিদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় পুলিশি তল্লাশির নিন্দা

স্টাফ রিপোর্টার

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পুরাতন ঢাকার ওয়ারী থানার বাসায় বুধবার রাতে পুলিশ তল্লাশি চালিয়ে ব্যাপকভাবে ভাঙচুর ও তছনছ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল। গতকাল এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমে দেশকে এক ভয়াবহ ও গভীর সংকটে নিপাতিত করেছে। প্রতিদিন বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশ বিরোধী নেতাকর্মীদের বাসায় ব্যাপকভাবে ভাঙচুর, তছনছ এবং ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার বাহিনীর মতোই আইন লঙ্ঘন করছে। তারা আওয়ামী সরকারের পাহারাদার হিসেবে নিত্যকার সহিংস ঘটনায় লিপ্ত রয়েছে। পুলিশ বিএনপি চেয়ারপারসন সম্পর্কে কটূক্তি করলে কাজী বাশারের স্ত্রী সেটি প্রতিবাদ করেন। তখন তাকে নিজ বাসায় না থাকার হুমকি দেয়। এরকম নৈরাজ্যকর পরিস্থিতি ও অবর্ণনীয় দুঃশাসন থেকে বাঁচতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো ছাড়া অন্য কোনো পথ নেই। এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি হামিদুর রহমান হামিদ ও ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজী লিয়াকত আলী রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাদের নিজ বাসায় পুলিশ প্রবেশ করে ব্যাপকভাবে তল্লাশি, ভাঙচুর ও তছনছ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status