দেশ বিদেশ

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন মানবজমিন প্রতিনিধি ইয়ারব

স্টাফ রিপোর্টার

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ১০:০০ পূর্বাহ্ন

গাছ নিয়ে গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবনের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৭ পেয়েছেন মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন। গতকাল রাজধানীর বন ভবনে এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন পরিবেশ, বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ইয়ারব হোসেন সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামে একটি গাছের পাঠশালা গড়ে তোলেন। গাছের পাঠশালায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ওষুধি ও সুন্দরবনসহ ৬০০ প্রজাতির গাছ রয়েছে। পাঠশালায় প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা পরিদর্শন করে বিলপ্তপ্রায় গাছ ও ওষুধি গাছ চেনার জন্য এবং গাছের উপকারিতা জানার। বর্তমানে এট গাছের পাঠশালা হিসেবে পরিচিত লাভ করেছে জেলা ছাড়িয়ে সারা দেশে। এ নিয়ে মানবজমিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি নজরে আসে বন মন্ত্রণালয়ের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status