খেলা

এগিয়ে থেকেও ড্র বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৬ পূর্বাহ্ন

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। জাকার্তার পাকান সারি স্টেডিয়ামে এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা ম্যাচটি ড্র করেছে ১-১ গোলে। প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে শুরু করা বাংলাদেশ এই ম্যাচে লিড পায় ৫২ মিনিটে। আবু সুফিয়ান সুফিলের গোলে এগিয়ে গেলেও থাইল্যান্ড ম্যাচে সমতায় ফেরে ৮০ মিনিটে। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। অন্যদিকে দুই ম্যাচ থেকে থাইল্যান্ডের পয়েন্ট ২। তারা প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে কাতারের সঙ্গে। বাংলাদেশের শেষ ম্যাচ কাতারের বিরুদ্ধে ১৯শে আগস্ট।
উজবেকিস্তান বা কাতারকে টপকে এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে খেলবে, এ আশার কথা কখনো বলেননি বাংলাদেশের বৃটিশ কোচ জেমি ডে। তবে গ্রুপের অন্য দল থাইল্যান্ডের বিপক্ষে জয় বা ড্রয়ের প্রত্যাশার কথা তিনি বলেছেন বহুবার। ম্যাচের আগে থাইল্যান্ডকে হারানোর স্মৃতি মনে করে ম্যানেজার সত্যজিত দাস রূপু বলেন, ওদের হারানো সম্ভব। গতকাল কোচ ম্যানেজারের আস্থার প্রতিদান দিয়েছেন সুফিল-জাফরা। জয় না পেলেও দাপুটে ফুটবল খেলেই থাইল্যান্ডের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নিয়েছে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২২ নম্বরে থাকাই থাইল্যান্ডের বিপক্ষে সত্যিকার জয়ের স্বপ্ন দেখাটা একটু বাড়াবাড়িই ছিলো বাংলাদেশের। সেই বাড়াবাড়ির কাজটা প্রায় করে ফেলেছিল জামাল ভূঁইয়ারা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বাংলাদেশ এগিয়ে যায় ৫২ মিনিটে। বিশ্বনাথের থ্রো তপু বর্মণের সামনে পড়ে। মাহবুবুর রহমান সুফিলের টোকায় বল চলে যায় থাইল্যান্ডের জালে। ৮০ মিনিটে চাইডেড সুপাচাইয়ের গোলে সমতায় ফেরে থাইল্যান্ড। এর আগে সুফিলই দুটি সহজ সুযোগ নষ্ট করেন। ৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি তিনি। তার দুর্বল প্লেসিং শট ফিরে আসে থাই গোলরক্ষকের পায়ে লেগে। ৩৭ মিনিটে ডান দিক দিয়ে ঢুকে বিপুল আহমেদ যে ক্রস নিয়েছিলেন তা হাত দিয়ে ঠেকান থাইল্যান্ডের গোলরক্ষক। বল সুফিলের সামনে পড়লে তিনি ডান পায়ে দুর্বল শট নিয়ে ভালো একটি সুযোগ নষ্ট করে দেন।
এর আগে এই থাইল্যান্ডের সঙ্গে ১৪ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র দুটি। তা-ও অনেক আগে। ১৯৮৫ সালে ১-০ এবং ১৯৮৯ সালে ৩-১। দুটিই বিশ্বকাপ বাছাইয়ে, দুবারই ঢাকায়। দ্বিতীয় পরাজয়ের পরের বছরই ১৯৯০ সালে বেইজিং এশিয়াডে থাইল্যান্ড চতুর্থ হয়েছিল। দলটির বিপক্ষে সর্বশেষ জয়ে বাংলাদেশের গোল তিনটি করেছিলেন ওয়াসিম, সত্যজিৎ দাশ রূপু। এই তালিকায় এবার গোল হলো সুফিলের নাম।
বাংলাদেশ দল
আশরাফুল ইসলাম রানা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, মাহবুবুর রহমান সুফিল (মতিন মিয়া), আতিকুর রহমান ফাহাদ (আবদুল্লাহ), সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি ও বিপুল আহমেদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status