খেলা

ভুটানকে উড়িয়ে ফাইনালে মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৬ পূর্বাহ্ন

ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠে গত আসরের চ্যাম্পিয়নরা। এদিন ম্যাচে একটি করে গোল করেন আনাই, অনুচিং, তহুরা, মারিয়া ও শাহিকা আক্তার। এর আগে নেপালকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি এ দুই দল। ঢাকায় অনুষ্ঠিত গত আসরেও ফাইনালে খেলেছিল এরা। যেখানে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
প্রথম ম্যাচে পাকিস্তানের জালে ১৪ গোল ও দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে নামে বাংলাদেশ। এই বাংলাদেশকে রুখে দেয়াটা তো কষ্টসাধ্যের ব্যাপার স্বাগতিকদের তা বোঝা গেল খেলার শুরু থেকেই। এদিন ম্যাচের প্রথম মিনিট থেকে গোল বাঁচানোর ব্রত নিয়ে খেলতে শুরু করে ভুটানি মেয়েরা। তাদের অতি রক্ষণাত্মক কৌশলের কারণেই গোল পেতে একটু দেরি হয় বাংলাদেশের। ম্যাচের ১৮ মিনিটে আনায় মোগেনির গোলে লিড পায় চ্যাম্পিয়নরা। এর ঠিক ২০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আনুচিং মোগেনি। একচ্ছত্র আধিপত্য বিস্তার করা বাংলাদেশকে ৪৩ মিনিটে তহুরা গোল করে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৬৯ মিনিট পর্যন্ত। মাঝবৃত্ত থেকে বল ধরে অধিনায়ক মারিয়া মান্ডা ভুটানের সীমানায় ঢুকে বা পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন। বাংলাদেশ পঞ্চম গোল করে ৮৬ মিনিটে। ৭৬ মিনিটে তহুরার বদলি হিসেবে মাঠে নামা শাহেদা আক্তার রিপা দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে পাঠান। এ নিয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টে টানা ৭ ম্যাচ অপরাজিত থাকলো। কোনো গোলও হজম করেনি টানা ৭ ম্যাচে।
অতীতের পরিসংখ্যানের দিকে চোখ রাখলে ভুটানকে নিয়ে অত দুশ্চিন্তা ছিলো না বাংলাদেশ শিবিরে। এই ম্যাচের আগে মেয়েদের ফুটবলে এ পর্যন্ত সিনিয়র ও বয়সভিত্তিক দল মিলিয়ে চারবার দুই দল মুখোমুখি হয়েছে। সবক’টি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। ২০১০ কক্সবাজারে মেয়েদের সাফে প্রথমবার ভুটানকে ৯-০ গোলে, ২০১২ সালে কলম্বোতে ১-০ ব্যবধানে, নেপালে ২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ১৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আর গত বছর ঢাকায় শেষ মুখোমুখিতে সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে বাংলাদেশের জয় ৩-০ গোলে। তবে এবার ভুটানকে এবার বেশ শক্তিশালী মনে হয়েছে। মেয়েদের ফুটবলের উন্নয়নে কোরিয়ান কোচ সুং জে লি দুই বছর ধরে কাজ করে চলেছেন। ভুটানের ফুটবলে যে উন্নতি হচ্ছে, মাঠের খেলায় এরই মধ্যে সেটার প্রমাণ রেখেছে দলটি। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ৬-০ গোলে হারিয়ে ভুটানের নারী ফুটবলের ইতিহাসে তুলে নিয়েছে প্রথম জয়। পরের ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হারলেও দুর্দান্ত খেলেছে ভুটানি মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিকতা বজায় রাখলেও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এদিনও বাংলাদেশের গোলরক্ষক মাহামুদা খাতুনকে পরীক্ষায় ফেলতে পারেনি ভুটানিজ ফরোয়ার্ডরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status