খেলা

বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা নীলফামারীতে

দীপক আহমেদ, নীলফামারী থেকে

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৪৪ পূর্বাহ্ন

সাফ ফুটবল চ্যাম্পিয়ন্সশিপের প্রস্তুতি হিসেবে নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক এ ম্যাচকে ঘিরে চারদিকে সাজ সাজ রব। সব প্রস্তুতি সম্পন্ন। উন্মাদনায় ঠাসা ফুটবল প্রেমীদের এখন শুধুই ক্ষণ গণনার পালা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রীতি ম্যাচ নিয়ে তর সইছে না করোই। সর্বত্রই একই আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে আন্তর্জাতিক এই ম্যাচ নিয়ে প্রচার প্রচারণা। কবে থেকে কোথায় টিকিট পাওয়া যাবে? টিকিটের মূল্যই বা কত? এমন সব প্রশ্নে ছেয়ে গেছে জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়াল পেজ। যেন ইতিহাসের সাক্ষী হতে উদগ্রীব ফুটবল প্রেমীরা।
আগামী ২৯শে আগস্ট দেশের উত্তরাঞ্চলে দ্বিতীয় বারের মতো বসতে যাওয়া আন্তর্জাতিক এ ফুটবল আসরকে ঘিরে ঘুম হারাম আয়োজকদের। শেষপর্যায়ের প্রস্তুতি চলছে শেখ কামাল স্টেডিয়ামে। চকচকে তকতকে হচ্ছে সবকিছুই। ঢেলে সাজানো হচ্ছে ফুটবল মাঠকে। খেলোয়াড়দের নিরাপত্তা থেকে শুরু করে নির্বিঘ্নে চলাচল, থাকা-খাওয়া, অনুশীলনসহ আনুষঙ্গিক সব বিষয়ই এখন চূড়ান্ত পর্যায়ে। আর এসব নিয়েই আজ জেলা প্রশাসক কার্যালয়ে অপরাহ্নে বসছে সমন্বয় সভা। স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতেই খুঁটিনাটি সব বিষয়ই চূড়ান্ত করা হবে বলে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন। এরই মধ্যে বাংলাদেশ ফুটলর ফেডারেশনের উচ্চপর্যায়ের তিন সদস্যের প্রতিনিধিদল শেখ কামাল স্টেডিয়াম, খেলোয়াড়দের থাকার স্থান, অনুশীলনের জন্য প্রস্তুত রাখা রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। নিরাপত্তার বিষয় নিয়ে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সঙ্গে বৈঠকও সেরেছেন প্রতিনিধি দলটি। ওদিকে, দুই দলের খেলোয়াড়দের থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে রংপুর নথ ভিউ হোটেল। ২৭শে আগস্ট বিকালে শ্রীলঙ্কা দল এবং ২৮শে আগস্ট সকালে বাংলাদেশ জাতীয় দল সৈয়দপুর বিমানবন্দরে নেমেই সোজা উঠবেন নথ ভিউ হোটেলে। আন্তর্জাতিক এ ফুটবল ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে যেন ঈদ আনন্দের সঙ্গে বাড়তি আনন্দ যোগ হয়েছে। প্রচারণায় মুখর নীলফামারীর অনেক ফুটবল বোদ্ধার মতে- এ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন নীলফামারীর ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করবে, তেমনি এ ভেন্যুতে আরো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পথ সুগম করবে। দেশের মাটিতে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা অনেক পুরনো নাম। ২০১৪ সালের ২৪শে অক্টোবর যশোরে এবং ২৭শে অক্টোবর রাজশাহীতে লঙ্কানদের বিপক্ষে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচর একটি ১-১ গোলে ড্র হলেও রাজশাহীতে ১-০ গোলে জয়লাভ করে বাংলাদেশ। এ ছাড়া ২০১৬ সালের ৮ই জানুয়ারি যশোর শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী খেলায় বাংলাদেশ দল ৪-২ গোলে জয়লাভ করেছিল লঙ্কানদের বিপক্ষে। তাই পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ দল সুবিধাজনক অবস্থায় থাকলেও নীলফামারীর নতুন গাঢ় সবুজ ভেন্যুর জমজমাট লড়াই দেখায় অপেক্ষায় উন্মুখ ফুটবল প্রেমীরা। নতুন রূপে নির্মাণ কাজ শেষ হওয়ায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে প্রায় ২০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন বলে জানান জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ। গ্যালারি ১০০ টাকা এবং ভিআইপি গ্যালারি ১০০০ টাকা দামে টিকিট নীলফামারী সদর, সৈয়দপুর, ডোমার ও জলঢাকা উপজেলার বিভিন্ন ব্যাংক থেকে আগামী ২৬, ২৭ ও ২৮শে আগস্ট ক্রয় করা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status