এক্সক্লুসিভ

চিরনিদ্রায় গোলাম সারওয়ার

স্টাফ রিপোর্টার

১৭ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৩৮ পূর্বাহ্ন

গোলাম সারওয়ারের প্রতি সম্পাদক পরিষদের শ্রদ্ধা -নিজস্ব ছবি

চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুরে গোলাম সারওয়ারকে তার পাঁচ দশকের আড্ডাস্থল জাতীয় প্রেস ক্লাবে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ দীর্ঘদিনের সহকর্মীদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। প্রথমে প্রেসিডেন্ট আবদুল হামিদের পক্ষ থেকে গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তার পরপরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে গোলাম সারওয়ারকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর সম্পাদক পরিষদের পক্ষ থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিএনপি’র পক্ষে একটি প্রতিনিধিদলও গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা জানায়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ প্রয়াত সাংবাদিকের দীর্ঘদিনের সহকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। সম্পাদক পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিএনপি’র পক্ষে আবদুল্লাহ আল নোমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক    
সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস ক্লাবে নেয়ার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন গোলাম সারওয়ারের প্রতি। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও সমকাল প্রকাশক একে আজাদ, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, নিজেরা করি’র খুশী কবির শ্রদ্ধা জানান গোলাম সারোয়ারের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাংবাদিকতা জগতে গোলাম সারওয়ার উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি ছিলেন সাংবাদিকতায় নিবেদিত প্রাণ। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশবরেণ্য সাংবাদিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বঙ্গবন্ধু প্রশ্নে আপসহীন ছিলেন। একটি আদর্শে বিশ্বাসী হয়েও তিনি সকলের কাছে ছিলেন গ্রহণযোগ্য। কলম সৈনিক গোলাম সারওয়ার ছিলেন রণাঙ্গনেরও মুক্তিযোদ্ধা। তিনি বলেন, গোলাম সারওয়ারের লেখায় জাদু ছিল। তার লেখা অখণ্ড মনোযোগ দিয়ে পড়েছি। তার লেখা একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা যেত না। গোলাম সারওয়ারের শূন্যতা অপূরণীয় এবং তার বিদায় নিঃস্ব করে দিয়েছে। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র ছিলেন। স্বাধীনতার সপক্ষে যে কয়েকজন মানুষ কাজ করেছেন, তিনি ছিলেন তাদের অন্যতম। তিনি নিজের হাতে দুইটি সংবাদপত্র গড়ে তুলেছিলেন। এটি তার অনেক বড় একটি অবদান। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, গোলাম সারওয়ার আদর্শগতভাবে বাংলাদেশের স্বাধীনতা, অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তিনি ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি আমাদের খুব কাছের মানুষ ছিলেন। তাকে কখনো আমাদের সম্পাদক মনে হয়নি। তিনি ছিলেন আমাদের অত্যন্ত আপনজন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকতা জগতে গোলাম সারওয়ারের শূন্যতা অপূরণীয়। তার অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। শহীদ মিনারে নেয়ার আগে সকালে গোলাম সারওয়ারের মরদেহ নেয়া হয় তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে। সেখানে সমকাল পরিবারের সদস্যরা তাদের প্রিয় অভিভাবককে শেষ শ্রদ্ধা জানান। সকাল সোয়া ৯টার দিকে সমকাল কার্যালয়-সংলগ্ন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে গোলাম সারওয়ারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গত ২৯শে জুলাই অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ৭৫ বছর বয়সী সম্পাদক গোলাম সারওয়ার। অবস্থার অবনতি ঘটলে গত ৩রা আগস্ট সিঙ্গাপুর নেয়া হয় তাকে। গত ১৩ই আগস্ট সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status