বিনোদন

৬০ বছরেও আবেদনময়ী ম্যাডোনা

বিনোদন ডেস্ক

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১২:২২ অপরাহ্ন

মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনার ৬০তম জন্মদিন আজ। যদিও ম্যাডোনা নিজেই মনে করেন তার বয়স পঁচিশে থেমে আছে! আর এই বয়সেই তিনি সারাজীবন থাকতে চান। এদিকে ৬০ বছরের ৩৫ বছরই তিনি কাটিয়েছেন সংগীতজগতে। ম্যাডোনার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৩ সালে। এরপর এখন পর্যন্ত তার বিভিন্ন অ্যালবাম বিক্রি হয়েছে ৩০ কোটির বেশি। এর মাধ্যমে ম্যাডোনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তিনিই এখন ইতিহাসে বেস্ট সেলিং নারী রেকর্ডিং সংগীতশিল্পী। বয়স বাড়লে নারী শিল্পীরা আকর্ষন হারানোর ধারণাকে ম্যাডোনা ভুল প্রমাণ করেছেন। আবেদনের দিক দিয়ে এখনও ম্যাডোনা অনেক টিনএজারকেও হার মানান। ম্যাডোনা আমেরিকার সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। ফোর্বসের হিসাবমতে, ম্যাডোনার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ২০০ কোটি টাকা। এছাড়া ইউকে চার্টের সেরা পাঁচে ম্যাডোনা সবচেয়ে বেশিবার স্থান পাওয়া নারী শিল্পী। ম্যাডোনার গাওয়া ৪৬টি সিঙ্গেল ইউকে চার্টের সেরা পাঁচে স্থান পেয়েছে। স্পটিফাইয়ের জরিপে ম্যাডোনার সবচেয়ে জনপ্রিয় গানগুলো যথাক্রমে লাইক অ্যা ভার্জিন, হাঙ আপ, হলিডে, লা ইসলা বোনিতা, লাইক অ্যা প্লেয়ার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status