দেশ বিদেশ

জাতীয় শোক দিবসে দিনব্যাপী ফ্রি রোগী দেখলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা

স্টাফ রিপোর্টার

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৮ পূর্বাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রোগীদের ফ্রি চিকিৎসা দিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা। এ উপলক্ষে সকল পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। অনেকে ৯০০ টাকার প্যাকেজে হেলথ চেক-আপ(সিবিসি. সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আর/ই,আরবিএস, হোল এবডোমেন আল্ট্রাসনো) এর সুবিধা নিয়েছেন। সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩২৫ জনকে চিকিৎসা পরামর্শ দেয়া হয়। সকাল ৮টায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা পরামর্শ দেন- অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম, অধ্যাপক ডা. মো. আবদুল মান্নান খান, অধ্যাপক ডা. মো. ফিরোজ খান, অধ্যাপক ডা. মাজহারুল হক খান, অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান, ডা. মেহেরুন নেসা, ডা. মো. খোরশেদ আলম, ডা. একেএ ওয়াহাব, ডা. মো. মতিউর রহমানসহ অনেক বিশেষজ্ঞ ডাক্তার। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম বলেন, মানুষকে সচেতন করতে পারলেও যথাযথ রেফারেল সিস্টেম চালু হলে স্বাস্থ্য ঝুঁকি অনেকখানি কমবে। আর এজন্য প্রয়োজন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তাই বারাকাহ হাসপাতাল জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। গতকাল হাসপাতালটির পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব আকন্দ এই তথ্য জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status