শেষের পাতা

হজ ফ্লাইট শেষ, যেতে পারেননি ৬০৬ জন

স্টাফ রিপোর্টার

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ বিমান পরিচালিত হজ ফ্লাইট গতকাল শেষ হয়েছে। বাংলাদেশ বিমান পরিচালিত হজ ফ্লাইট শেষ হলেও ১৭ই আগস্ট পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট পরিচালিত হবে। প্রতিদিন ১০টি করে হজ ফ্লাইটে প্রায় চার হাজার হজযাত্রী সৌদি আরবে গমন করেন। হজ যাত্রীরা মক্কায় পৌঁছালে কাউন্সিলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমান ও মক্কাস্থ মৌসুমী হজ অফিসারসহ অন্য সদস্যরা উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান। এবার নানা কারণে ৬০৬ জনের হজে যাওয়া হচ্ছে না। গতকাল রাজধানীর আশকোনায় হজক্যাম্পে শেষ হজ ফ্লাইট  উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হজ এজেন্সিগুলোর অবহেলা আর অনাগ্রহের কারণে এ বছর ৬০৬ জন হজে যেতে পারলেন না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  তিনি বলেন, এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাকিরা ১৭ই আগস্টের মধ্যে সৌদি পৌঁছাবেন। গুরুতর অসুস্থ, মৃত্যু, এজেন্সিদের অনাগ্রহের কারণে ৬০৬ জন ভিসার আবেদন করেননি। শেষ পর্যন্ত ১০ হাজার ৯৪২ জন রিপ্লেসমেন্ট আবেদনের বিপরীতে ১০ হাজার ৭৭৪ জনকে দেয়া হয়েছে। কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, ফিরে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে ধর্ম সচিব আনিছুর রহমান, হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিম উপস্থিত ছিলেন। এ বছর যে ৬০৬ জন হজে যেতে পারেনি তারা স্বেচ্ছায় ভিসা করতে দেননি বলে দাবি বরেছেন হজ এজেন্সিগুলোর মালিকদের সংগঠন- হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম। তিনি বলেন, অতীতের যেকোনো বছরের তুলনায় চলতি বছর হজযাত্রা বাতিলের সংখ্যা কমেছে। গত বছর ১৩শ’ হজযাত্রীর যাত্রা বাতিল হলেও এবার মাত্র ৬০৬ জন হজে যেতে পারেননি। আর যারা যেতে পারেননি তারা মূলত স্বেচ্ছায় ভিসা করতে দেননি। ভিসা করা সব হজযাত্রী এবারই প্রথম হজ পালনে যাচ্ছেন। আগামীতে হজযাত্রা নির্বিঘ্ন করতে হাব নিরলসভাবে কাজ করবে জানিয়ে মহাসচিব বলেন, কিছু এজেন্সির প্রতারণার কারণে যে ৬০৬ জন এ বছর ভিসা করতে পারেননি এবং হজে যেতে পারলেন না হাব তাদের পাশে থাকবে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আল্লাহর মেহমানদের সঙ্গে প্রতারণা করা কোনো এজেন্সিকে ছাড় দেয়া হবে না। এদিকে এবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২০শে আগস্ট। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১,২৬,৭৯৮ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৭শে আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ২৫শে সেপ্টেম্বর। গত মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন কারণে ৬ মহিলাসহ ৩৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ২৯ জন, মদিনায় ৫ জন ও জেদ্দায় ২ জন হজযাত্রী ইন্তেকাল করেন বলে হজ অফিস জানায়। সৌদি আরবে চিকিৎসা কেন্দ্র থেকে ৩৭ হাজার ৭৮৫ জনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে এবং ৭৬ হাজার ২১২ জন হজযাত্রীর মেডিকেল প্রোফাইল এন্ট্রি করা হয়।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৭শে আগস্ট এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৫শে সেপ্টেম্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status