বিশ্বজমিন

ওয়েস্টকোট ধার চেয়ে আলোচনায় ইমরান

মানবজমিন ডেস্ক

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫২ পূর্বাহ্ন

পাকিস্তানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার তার পার্লামেন্ট রেজিস্ট্রেশন কার্ডের জন্য ছবি তুলেছেন। এ সময় তিনি ন্যাশনাল এসেম্বলির এক কর্মকর্তার ওয়েস্টকোট চেয়ে নেন। ছবিতে দেখা যায়, তিনি ওয়েস্টকোট গায়ে পোজ দিচ্ছেন। এ ছবিই পরে আলোচনার ঝড় তুলেছে পাকিস্তানে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
খবরে বলা হয়েছে, পার্লামেন্টের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করতে ইমরান খান তার স্বভাবসুলভ পাকিস্তানি ঐতিহ্যগত সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন। পাকিস্তানের নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনেই ছবি তুলতে হয়। প্রথমে তিনি রেজিস্ট্রেশন করেন। এরপর তিনি ফটোগ্রাফারকে তার ছবি তুলতে বলেন। কিন্তু প্রধানমন্ত্রী বলে কথা! ফটোগ্রাফারই তাকে বললেন, পাঞ্জাবির উপরে একটা ওয়েস্টকোট পরে নিতে। তার কথাতেই পাশে থাকা ন্যাশনাল এসেম্বলির এক কর্মকর্তার গায়ে থাকা ওয়েস্টকোট ধার চান ইমরান খান। এ ঘটনাই জন্ম দিয়েছে আলোচনার। ওই কর্মকর্তা তার ওয়েস্টকোটটি ধার দেন ইমরান খানকে। পাশাপাশি তাকে সেটা পরিধান করতেও সাহায্য করেন। এরপর তেহ্‌রিক-ই-ইনসাফের প্রধান ছবি তোলার স্থানে গিয়ে বসেন।
ইমরান খানের এমন ব্যবহারে ছিল পরিণত কূটনীতির ছাপ। নির্বাচনে জয়লাভ করার পরই তার জাঁকজমকপূর্ণ ভবন ছেড়ে সাদামাটা ভবনে এসে উঠেন। আবার শপথগ্রহণে জাঁকজমক ব্যবস্থা করতে রাজি হননি। প্রথম থেকেই তিনি বার্তা দিয়েছেন গরিবের সরকার তৈরি হবে। এর জন্য নিজের জীবনযাপনেও পরিবর্তন আনেন সাবেক পাক ক্রিকেট দলের অধিনায়ক। আর এদিন কোট ধার নিয়ে নজির গড়লেন নতুন এ প্রধানমন্ত্রী।
এদিনই ইমরান খান পাকিস্তান পিপল্‌স পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জার্দারির সঙ্গে ছবি তোলেন। এটিই বিলাওয়ালের প্রথম পার্লামেন্টে আসা। ইমরান খান তাকে স্বাগত জানান। বিরোধী নেতাদের সঙ্গে ইমরানের আচরণ সকলের দৃষ্টি কাড়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status