বাংলারজমিন

সারা দেশে জাতীয় শোক দিবস পালিত

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫২ পূর্বাহ্ন

শাবি
শাবি প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রার্থনা সভা। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্যাম্পাসে শোক র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ ও কর্মচারী নেতৃবৃন্দ বক্তব্য দেন। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের সরকারি উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, চেম্বার অব কমার্স সভাপতি মো. কামাল হোসেন। অন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে বুধবার সকালে শহরে শোক র‌্যালি করা হয়েছে। সকালে শহরের চৌমোহনা থেকে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কালো গেঞ্জি পরে শোক র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রংপুর

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: রংপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সকালে নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে, সিটি করপোরেশন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বঙ্গবন্ধু স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

গাজীপুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে কালো ব্যাচ ধারণ, পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালি, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে গাজীপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসন কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি বিভিন্ন সংস্থা, দপ্তরের কর্মকর্তা কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বগুড়া

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে।
বুধবার শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানটি হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধাররণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর পরিচালনায় অনুষ্ঠিত ওই শোকসভায় আরো বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি লুৎফুল বারী বাবু, এনামুল বারী টুটুল, সি. যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাপ্পী, ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, রেজাউল করিম রিয়াদ, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম প্রমুখ।

খুলনা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: শোক ও বিনম্র শ্রদ্ধায় খুলনায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। গতকাল বুধবার শোকাবহ এ দিনে ভোর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধাঞ্জলিতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকী পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন। পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। অনুরূপভাকে জেলার বিভিন্ন উপজেলায়ও একই কর্মসূচি পালিত হয়। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে আটটায় মহানগরীর নিউমার্কেট চত্বর হতে শোক র‌্যালি শুরু হয়ে বাংলাদেশ বেতারে গিয়ে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শেষ হয়।

ঝিনাইদহ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।

জয়পুরহাট

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত করেন দলীয় নেতাকর্মীরা।

দিনাজপুর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, শোক র‌্যালি, আলোচনা সভা,কাঙ্গালি ভোজসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরে পালিত হয়েছে, জাতীয় শোক দিবস।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, শোক র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

বান্দরবান
বান্দরবান প্রতিনিধি: জাতীয় শোক দিবসে বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গতকাল সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো. জাকির হোসেন, আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ।

মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। গতকাল সকালে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, মানিকগঞ্জ পৌর সভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।

ময়মনসিংহ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে: যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারে উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন, সাংস্কৃতি প্রতিযোগিতা ও গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। মসজিদে মন্দিরে ও গীর্জায় বিশেষ মোনাজাত করা হয়। বিকাল ৩টায় জেলা পরিষদ ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে। ময়মনসিংহ পৌর কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর উদ্বোধন করেন পৌর মেয়র ইকরামুল হক টিটু। ত্রিশালে সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, শোক র‌্যালি, শহরের ২নং রেল গেইটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ। এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা বাবলী, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি প্রমুখ।

পটুয়াখালী
পটুয়াখালী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণ, শোকর‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মিলাদ ও কাঙ্গালি ভোজ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। গতকাল সকাল ৯টায় জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক কাজী আলমগীর, পুলিশ সুপার মইনুল হাসান বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচির সুচনা করা হয়। এরপর একটি শোকর‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

নাটোর
নাটোর প্রতিনিধি: নাটোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, আলোচনা সভাসহ দোয়া ও মোজানাতের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শহরের কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপিসহ আওয়ামী লীগ নেতৃবন্দ। পরে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, দোয়া মোনাজাত ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক শাহিনা খাতুন ও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক শোক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভবানীগঞ্জ মোড়ে সরকারি গণগ্রন্থাগারে গিয়ে আয়োজন সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মেহেরপুর
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. শামসুজ্জামান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। র‌্যালি শেষে জেলা প্রশাসন চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সাভার
স্টাফ রিপোর্টার, সাভার থেকে: আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই এই স্বাধীন দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কারো রাষ্ট্র পরিচালনার অধিকার নেই বলে মন্তব্য করেছে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। গতকাল দুপুরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আক্রান উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা, মিলাদ, দোয়া ও গণভোজ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, সহ-সভাপতি আমিরুল হাসান কামাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।

শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু’র অস্থায়ী প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ সময় উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশেকুল হক, শ্রীমঙ্গল সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ও ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

কিশোরগঞ্জ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৯টায় পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল শোকর‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, পিপি শাহ আজিজুল হক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল ও পীযুষ কান্তি সরকার, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status