দেশ বিদেশ

ইতালিতে সেতু ধসে নিহত ৩৯

মানবজমিন ডেস্ক

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫১ পূর্বাহ্ন

ইতালির উত্তরাঞ্চলের নগর জেনোয়াতে সেতু ধসে নিহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। ৩৫টি গাড়ি নিয়ে সেতুর বিশাল এক অংশ ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, বন্দর নগরী জেনোয়াতে প্রবেশের অন্যতম প্রধান একটি সড়কে মোরান্দি নামের এ সেতুটি ধসে পড়ে। সেতুটি প্রায় ৯০ মিটার উঁচু। দুর্ঘটনার পর সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। সেতুর ৫০ মিটার নিচ পর্যন্ত অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত তারা সেখান থেকে ৩৯টি মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার কর্মকর্তারা মৃতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালভিনি জানিয়েছেন, মৃতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। জেনোয়ার এক সরকারি কর্মকর্তা ফ্রান্সিস্কো কোজি জানিয়েছে, এখনো দুর্ঘটনায় কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘকাল ধরে ক্ষয় ও খারাপ আবহাওয়ার কারণেই সেতুটি ধসে পড়েছে। ইতিমধ্যে ইতালির যোগাযোগমন্ত্রী দানিলো তোনিয়েলি দেশটির সব ধরনের বড় স্থাপনাগুলো পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন। বুধবার তিনি সেতুর রক্ষণাবেক্ষণে নিয়োজিত কোম্পানির কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানান। উল্লেখ্য, মোরান্দি সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৯৬০ সালে। এটি ফ্রান্সের সঙ্গে জেনোয়াকে যুক্ত করেছে। সর্বশেষ ২০১৬ সালে সেতুটি মেরামত করা হয়েছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status