বাংলারজমিন

পাকুন্দিয়ায় গণভোজ করালেন এরশাদ মেম্বার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

মো. এরশাদ মিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। সে কুষাকান্দা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। এরশাদ মেম্বার বাহ্‌রামখানপাড়া জে.কে. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যও। নিতান্তই গরিব। কিন্তু মনের দিক থেকে বিশাল। এলাকার সকলের সুখে দুঃখে, সে সবসময় পাশে থাকে। জনগণও তাকে খুব আপন ভাবে। বিপদে আপদে জনগণ ও এরশাদ মেম্বার যেন একে অপরের। বেশ ডানপিটে স্বভাবের মানুষ এরশাদ মেম্বার। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। গতকাল ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তিনি মিলাদ মাহ্‌ফিল ও গণভোজের আয়োজন করেন। তবে তার আয়োজনটি একটু ব্যতিক্রম। কেননা সে তার দেড় বছরে ইউপি সদস্য হিসেবে প্রাপ্য সম্মানী ভাতার সমস্ত টাকা দিয়ে শোক দিবসে গণভোজের আয়োজন করেন। কুষাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এরশাদ মেম্বারের এ গণভোজে কুষাকান্দা গ্রামের নারী-পুরুষ, শিশু, বৃদ্ধাসহ আশপাশের প্রায় দুই হাজার লোকজন অংশ নেয়। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এ ভোজ। এছাড়াও এরশাদ মেম্বারের এ অনুষ্ঠানে আসেন জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status