এক্সক্লুসিভ

সরকারবিরোধী কোনো ধরনের আন্দোলন সফল হবে না

স্টাফ রিপোর্টার

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

সরকারবিরোধী কোনো ধরনের আন্দোলন সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যেকোনো যৌক্তিক দাবি মেনে নেয়ার সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ‘শত ঝড় দুর্যোগ’ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। গতকাল জাতীয় শোক দিবসের সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হবে, শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো অপশক্তি, বিশেষ করে সামপ্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করবো, প্রতিহত করবো। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পৃথিবীর অন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড। পৃথিবীতে জুলিয়াস সিজার থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে সবচেয়ে নৃশংসতম, বর্বর ও পৈশাচিক হত্যাকাণ্ড হচ্ছে পঁচাত্তরের ১৫ই আগস্টের হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী ছিল না, অবুঝ শিশু ছিল না, অন্তঃসত্ত্বা নারী ছিল না। কিন্তু এখানে ছিল। তিনি বলেন, আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই- এটাই আওয়ামী লীগের ইতিহাস। তিনি বলেন, আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা যদি আজ বঙ্গবন্ধুর সততা, বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত অনুসরণ করি, তাহলেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। বঙ্গবন্ধু আজ নেই, তার কন্যা শেখ হাসিনা এখন বাঙালির মুক্তির সংগ্রামের আপসহীন কাণ্ডারি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ বলেও সাংবাদিকদের জানান তিনি। খালেদা জিয়ার মুক্তি না হলে বিএনপি নির্বাচনে আসবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, লিগ্যাল ব্যাটেলে যান। এখানে আওয়ামী লীগের কোনো বিষয় নেই, সরকারের কোনো বিষয় নেই। এটা আইনি প্রক্রিয়া। শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যৌক্তিক আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নেয়ার মতো সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status