খেলা

জাতীয় দল থেকে সাময়িক অবসর মেসির

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৪:২৭ পূর্বাহ্ন

আর্জেন্টিনা জাতীয় দল থেকে সাময়িক অবসরে গেলেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে আগামী সেপ্টেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলবেন না তিনি। এমনকি পুরো ২০১৮ সালেই জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। যুক্তরাষ্ট্রে ৭ ও ১১ সেপ্টেম্বর যথাক্রমে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন জানায়, মেসি ম্যাচ দুটিতে না খেলার কথা আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনিকে জানিয়ে দিয়েছেন। আবার কবে জাতীয় দলের হয়ে খেলবেন অথবা ২০১৯ কোপা আমেরিকায় খেলবেন কিনা সেটাও নিশ্চিত করেননি মেসি। রাশিয়া বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারেননি মেসি। আর্জেন্টিনা বিদায় নেয় বিশ্বকাপের শেষ ষোলো থেকেই। এরপর থেকেই গুঞ্জন চলছে, মেসি ফের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন মেসি। সেবার তিনি বলেছিলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। জাতীয় দলের জন্য শিরোপা জেতার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমি সেটা পারিনি। আমার তাই মনে হয়, এটাই বিদায় বলার সেরা সময়। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অবশ্য দুই মাস পরই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন ফের জাতীয় দলে হয়ে কোনো মেজর শিরোপা জিততে না পারা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। অক্টোবরে সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচেও মেসি খেলবেন না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status