অনলাইন

দেশে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ

স্টাফ রিপোর্টার

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৬:০৮ পূর্বাহ্ন

আট বছরে দেশে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো পরিচালিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, ২০১৭ সাল শেষে দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩ শতাংশে। ২০০৯ সালে যা পরিমাণ ছিলো ৪৩ দশমিক ৩ শতাংশ। হিসাব অনুযায়ী আট বছরে দেশে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভের (গ্যাটস) প্রকাশিত জরিপটি প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।  মন্ত্রী বলেন, তামাক ব্যবহার কমার তুলনামূলক হার প্রায় ১৮ শতাংশ, আট বছরে ৮ শতাংশ কমে গেছে। যা বর্তমান সরকারের সাফল্যের স্বাক্ষর বহন করে।

নাসিম বলেন, আমরা সবাই মিলে একটা ভালো কাজ করেছি। আমি নিজেও ৫ বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলাম ধূমপান কমিয়ে আনা যায় কি না। সার্ভে রিপোর্টে দেখা গেছে, তামাক গ্রহণের হার কমেছে। এ বিষয়ে আমরা বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন করেছি, তামাকজাত দ্রব্যের ওপর ১ শতাংশ হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করেছি। তামাকজাত দ্রব্যের মোড়কে ৫০ শতাংশ স্থানজুড়ে সচিত্র সতর্কবাণী মূদ্রণের ব্যবস্থা করেছি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও বিশ্ব স্বস্থ্য সংস্থার কারিগরি তত্ত্বাবধানে ২০১৭ সালের গ্যাটস পরিচালন করেছে বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ২০০৯ সাল থেকে গ্যাটস এ জরিপ করে আসছে।
এ সময় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সিরাজুল হক প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status