খেলা

অনন্য এক রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ২:০২ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে একাই ৯ উইকেট জেমস অ্যান্ডারসন। এমন পারফরম্যান্সের পর বোলিং র‌্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং পয়েন্ট ছাড়িয়ে গেছেন ডানহাতি এই ইংলিশ পেসার। ভেঙে দিয়েছেন ৩৮ বছরের ইংলিশ রেকর্ড। ইংল্যান্ডের কোনো বোলার সর্বশেষ ৯০০ রেটিং পয়েন্ট পার করেছিলেন ১৯৮০ সালে। ইয়ান বোথাম দেখিয়েছিলেন এই কীর্তি। ৩৮ বছর পর সেই রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন। লর্ডস টেস্টের পর তার রেটিং পয়েন্ট এখন ৯০৩। ৯০০ রেটিং পয়েন্ট ছাড়ানো ইংল্যান্ডের সপ্তম বোলার অ্যান্ডারসন। তার আগে দেশের হয়ে এই কীর্তি গড়েন সিডনি বার্নেস (৯৩২), জর্জ লম্যান (৯৩১), টনি লক (৯১২), ইয়ান বোথাম (৯১১), ডেরেক আন্ডারউড (৯০৭) এবং অ্যালেক বেডসার (৯০৩)। শুধু এই কীর্তিই নয়, লর্ডসে ইতিহাসের প্রথম পেস বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট নেয়ার মাইলফলক স্পর্ম করেন অ্যান্ডারসন। ভারত-ইংল্যান্ড দ্বৈরথে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি। গত বছর ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেয়ার রেকর্ডও গড়েন অ্যান্ডারসন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status