দেশ বিদেশ

‘চলতি অর্থবছরে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ হবে’

অর্থনৈতিক রিপোর্টার

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১০:৩৫ পূর্বাহ্ন

চলতি অর্থবছরে (২০১৮-১৯) ব্যাপক বৈদেশিক বিনিয়োগ আশা করছে সরকার। এই অর্থবছরের সাত থেকে আট বিলিয়ন মার্কিন ডলার প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অন্য অর্থবছরে এই বিনিয়োগ ২ বিলিয়ন ডলারের বেশি হতো না বলেও জানান তিনি। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের এডিপির বাস্তবায়ন কৌশল নির্ধারণ, নতুন প্রকল্প নির্দিষ্টকরণ ও অনুমোদন সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন মন্ত্রী। এ সময় নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য সচিবদের তাগিদও দিয়েছেন তিনি। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আগামী অক্টোবরের যেকোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ছোট সরকার গঠন হবে। তখন শুধু রুটিন কাজগুলো করা যাবে। কিন্তু নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ সেই সরকারের থাকবে না। এ জন্য নির্বাচনী সরকার গঠনের আগেই নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের তাগিদ দেয়া হয়েছে। তাদের বলা হয়েছে, শুধু প্রকল্প নিলেই হবে না। যে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে, তেমন প্রকল্পই নিতে হবে। মন্ত্রী আরো বলেন, যে কোনো জাতীয় নির্বাচনের বছরে তার আগের ও পরের বছরের তুলনায় এডিপির বাস্তবায়ন কম হয়। এ অর্থবছরে যেন তেমন কিছু না হয়, সেজন্য সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে বলা হয়েছে, দেশের টেকসই উন্নয়ন ধরে রাখতে হলে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। নির্বাচন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এজন্য উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না।
আ হ ম মুস্তফা কামাল আরো বলেন, আমাদের অর্থনীতির আকার যে হারে বড় হয়েছে সে তুলনায় দেশে বিদেশি বিনিয়োগ আসেনি। তবে এবার যেমন সাড়া পাওয়া গেছে, তাতে এ অর্থবছরে সাত থেকে আট বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ হবে বলে মনে করছি। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দসহ ৭৭টি সংশোধিত অননুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দ করা অর্থ ব্যয়, তথা বাস্তবায়ন প্রকল্পগুলোর সংশোধন প্রস্তাব অনুমোদনের ওপর অনেকাংশে নির্ভরশীল। কাজেই প্রকল্পগুলো অনুমোদনের প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status