দেশ বিদেশ

কোম্পানীগঞ্জে পুকুর থেকে বালু উত্তোলন বন্ধ হলো

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১০:৩৪ পূর্বাহ্ন

জেলা প্রশাসকের হস্তক্ষেপে বন্ধ কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের পুকুর থেকে প্রভাবশালী মহলের বালু উত্তোলন। নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রভাব খাটিয়ে চরএলাহী উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে বলা হচ্ছে, একজন ঠিকাদারের ব্যক্তিগত অনুদানে প্রথমে বিদ্যালয়ের পুকুর থেকে বালু উত্তোলন করে অত্র বিদ্যালয়ের মাঠ ভরাট করা হয়। এরপর স্থানীয় চরএলাহী ইউপি’র ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বিদ্যালয়ের পুকুর থেকে প্রভাবশালী মহলের যোগসাজশে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে, তার ব্যক্তি মালিকানার জমি ভরাট শুরু করে। বিদ্যালয়ের পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে ১২ই আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ওইদিন বালু উত্তোলনের কাজ কিছু সময় বন্ধ রাখেন ইউপি সদস্য। কিন্তু ১৩ই আগস্ট সকাল থেকে ইউপি সদস্য স্থানীয় প্রশাসনের মৌখিক নির্দেশ উপেক্ষা করে পুনরায় বালু উত্তোলন শুরু করে। এ বিষয়ে চরএলাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, স্থানীয় প্রভাবশালী মহলের ক্ষমতা এবং ইচ্ছার কাছে তিনি নিরুপায়। অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে সরাসরি কথা বললে তিনি বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন, আমি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ও চরএলাহী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাহাব উদ্দিনের মৌখিক নির্দেশে আমার ব্যক্তি মালিকানা জমি ভরাটের জন্য বালু উত্তোলন করি। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি জানান, ১৯৮৭ সালে তার বাবা বিদ্যালয়কে জমি দান করে। এজন্য তার আবদারের ভিত্তিতে তাকে বালু দিচ্ছিলাম। যদিও বর্তমানে বালু উঠানো বন্ধ করা হয়েছে বলে, তিনি দাবি করেন। এ বিষয়ে ১৩ই আগস্ট নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের দৃষ্টি আকর্ষণ করলে, তিনি তাৎক্ষণিক স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করলে স্থানীয় প্রভাবশালী মহল বিদ্যালয়ের বালু উত্তোলন বন্ধ করতে বাধ্য হয়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মানবজমিনকে জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্‌ কামাল পারভেজ’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে বিদ্যালয়ের বালু উত্তোলনের সত্যতা পাই। বর্তমানে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে এবং পরবর্তীতে ও বিদ্যালয়ের পুকুর থেকে বালু উত্তোলন বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status