বাংলারজমিন

রায়পুরা মহাবিদ্যালয়কে সরকারিকরণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

রায়পুরা মহাবিদ্যালয়কে রায়পুরা সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, নরসিংদী জেলা রায়পুরা উপজেলার মধ্যে ১টি মাত্র রায়পুরা মহাবিদ্যালয়টি ১৯৬৭ সনে প্রতিষ্ঠা লাভ করেন। ১১ একর জমি উপর ৭টি ভবন, ১টি পুকুর, ১টি খেলার মাঠসহ মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত রয়েছে।

৩৩৮২ জন শিক্ষার্থী, ৬৫ জন শিক্ষক, ১৭ জন কর্মচারী রয়েছে। একাধিকবার বার শতভাগ পাশ করে কলেজ এর সুনাম অর্জন ধরে রেখেছেন। অত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি রাজিউদ্দিন আাহমেদ রাজুর প্রচেষ্টায় রায়পুরাবাসীর দীর্ঘদিনের দাবি সারা দেশের মধ্যে ২৭১ কলেজ এর মধ্যে ১৯তম রায়পুরা সরকারি কলেজ হিসেবে ঘোষণা হয়েছে।
এদিকে, গতকাল দুপুরে রায়পুরা কলেজকে সরকারী করায় রাজিউদ্দিন রাজু এমপিকে কলেজ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status