এক্সক্লুসিভ

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ব্যবস্থা

১লা সেপ্টেম্বর থেকে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১০:০০ পূর্বাহ্ন

আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে ১লা সেপ্টেম্বর থেকে সব মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই নির্দেশনা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে ভর্তি পরীক্ষা কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যেকোনো অভিযোগ থানা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে দ্রুত জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধও জানিয়েছেন মোহাম্মদ নাসিম। মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং ভর্তি পরীক্ষা কেন্দ্র করে যেকোনো অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ই অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৯ই নভেম্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status